বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পর্যালোচনায় গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে চারটি খাতে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় ৪৯ হাজার ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ চারটি খাতের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ খাতে ১৬ হাজার ৬৮৯ কোটি টাকা, কৃষি ও কৃষিজাত শিল্প খাতে ১৫ হাজার ৮২৯ কোটি, রপ্তানিমুখী পোশাক শিল্পে ১৩ হাজার ৭৫০ কোটি এবং পর্যটন খাতে ২ হাজার ৭৫০ কোটি টাকা। মাত্র ছয় মাসে চারটি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির যে তথ্য সিপিডি তুলে ধরেছে তা যে কোনো মূল্যায়নে উদ্বেগজনক। অর্থনীতির অন্যান্য খাতের পরিধি যোগ হলে ক্ষয়ক্ষতির আকাশচুম্বী পরিমাণ যে স্পষ্ট হবে তা সহজে অনুমেয়। গত কয়েক বছরে উচ্চ হারের প্রবৃদ্ধি জনপ্রত্যাশাকে আশান্বিত করে তুলেছিল। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আশা করা হচ্ছিল চলতি বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণই শুধু নয়, তা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু হরতাল অবরোধ এবং রাজনৈতিক সহিংসতা সে প্রত্যাশাকে কেড়ে নিয়েছে। সাত শতাংশেরও বেশি প্রবৃদ্ধির যে আশা করা হচ্ছিল তা এখন অপূরণীয় স্বপ্ন হিসেবে বিবেচিত হচ্ছে। সিপিডির হিসেবে চলতি অর্থবছরে ৫ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। বিশ্বের গড় প্রবৃদ্ধির বিবেচনায় এটি উচ্চ প্রবৃদ্ধি হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা হতাশাজনক। কারণ পিছিয়ে পড়া কোনো জাতির জন্য প্রয়োজন জোরকদমে এগিয়ে চলা। জনপ্রত্যাশা ও অর্থনীতির শক্তির ভিত্তিতে উচ্চ প্রবৃদ্ধির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতা তা কেড়ে নিয়েছে। ছয় মাসে শুধু চারটি খাতে যে ক্ষতি হয়েছে তা মোট দেশজ আয়ের ৪ দশমিক ৭ শতাংশ। দশম সংসদ নির্বাচনের পর দৃশ্যত, পরিস্থিতি শান্ত হয়ে এলেও এটিকে বিনিয়োগবান্ধব পরিবেশ বলে ভাবার অবকাশ নেই। যেসব কারণে অর্থবছরের প্রথমার্ধে হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে তার সমাধানের পথ উন্মোচিত না হলে অর্থনীতির ক্ষেত্রে বিরাজমান আশঙ্কাগুলো থেকে যাবে। এ সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। সবার অংশগ্রহণ সম্বলিত সাধারণ নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।