আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে কমেছে গর্ভপাত

যুক্তরাষ্ট্রে ১৯৭৩ সালে গর্ভপাত বৈধতা পাওয়ার পর এটি এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। নতুন এক উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে গর্ভপাত কমেছে ১৩ শতাংশ।

নিউইয়র্কের গাটম্যাচার ইনস্টিটিউট প্রতিবেদনটি সোমবার প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০১১ সালে ১৫ থেকে ৪৪ বছর বয়সী এক হাজার নারীর মধ্যে গর্ভপাত কমের হার ১৬ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় সব রাজ্যেই গর্ভপাত কমেছে। তবে আলাস্কা, ম্যারিল্যান্ড, মন্টানা, নিউ হ্যাম্পশায়ার, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়োমিংয়ে গর্ভপাত কমেওনি, বাড়েওনি। এ প্রসঙ্গে বৈধ গর্ভপাত, যৌন ও পুনরুৎপাদনশীল স্বাস্থ্য নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গাটম্যাচারের অন্যতম গবেষক যার্চেল জোনস বলেন, কার্যকরী গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের ফলে গর্ভপাত কমেছে। গবেষণার সময়ে অর্থনৈতিক মন্দাও কম গর্ভপাতে ভূমিকা রেখেছে। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.