আমাদের কথা খুঁজে নিন

   

টি-২০ বিশ্বকাপ নিয়ে দূরবীনের গান**

ক্রিকেট জ্বরে ভুগছে সারা বিশ্ব। ক্রিকেটের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রস্তুত সবাই। তার সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। এরই মধ্যে ক্রিকেট নিয়ে তৈরি গান করেছেন অনেক শিল্পী। তারই ধারাবাহিকতায় এবার ক্রিকেট নিয়ে একটি গান করল দূরবীন ব্যান্ড। রবিউল ইসলাম জীবনের লেখা 'বাংলাদেশ' শিরোনামের গানটি সুর এবং কণ্ঠ দিয়েছেন ব্যান্ড দল দূরবীন আর সংগীতায়োজন করেছেন রাফি।

এ ছাড়া বাংলাদেশের প্রায় ১১টি জেলা ঘুরে গানটির ওপর একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মিশু। দূরবীন ব্যান্ড প্রধান শহীদ বলেন, 'একটা গান মানে একটি দেশ, একটি জাতি, একটি সংস্কৃতি। এসব কিছুকে মাথায় রেখেই আমরা গানটি করেছি। আমরা চেষ্টা করেছি গানটির মধ্য দিয়ে আমাদের দেশ এবং আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করতে। গানটি বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.