আমাদের কথা খুঁজে নিন

   

দুই কোটি টাকার দরপত্রের লটারিতে ছাত্রলীগú

পাবনায় লটারিতে কাজ না পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নীরব ভূমিকায় সাধারণ ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

পাবনা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আ ট ম ফারুক আল মারুফ জানান, গতকাল বেলা ১১টায় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার ৩০ গ্রুপের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। লটারি কমিটির প্রধান, নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের নেতৃত্বে কার্যক্রম শুরু হলে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দিয়ে কাজ ভাগবাটোয়ারার প্রস্তাব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রস্তাব উপেক্ষা করে লটারি কার্যক্রম সম্পন্ন করেন। লটারিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের মনোনীত ঠিকাদাররা কাজ না পাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে দরপত্রের কাগজ ছিঁড়ে ফেলেন এবং ওই অফিসে ভাঙচুর চালান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ ঠিকাদার জানান, জেলা ছাত্রলীগ সভাপতি খন্দকার শরীফ আহমেদ ডাবলু ও সহ-সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে লটারি কার্যক্রমে বাধার সৃষ্টি করে অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় অফিস এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিকাদাররা ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিন্দা জানান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় মুঠোফোনে বলেন, লটারি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। তবে কাজ না পাওয়া কিছু ঠিকাদারের লোকজন বিশৃঙ্খলার চেষ্টা চালালে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। এ প্রসঙ্গে খন্দকার শরীফ আহমেদ ডাবলু জানান, কোনো টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। তবে শুনেছি শিক্ষা প্রকৌশল অধিদফতরের দরপত্রের লটারি কেন্দ্র করে ঠিকাদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বলেন, 'কিছু উচ্ছৃঙ্খল ছেলে লটারিতে বাধার চেষ্টা করলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। তবে তারা ছাত্রলীগের কি না আমার জানা নেই।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.