আমাদের কথা খুঁজে নিন

   

সংঘাতের নির্বাচনে নিহত ২

ব্যালট বাক্স ছিনতাই, প্রতিপক্ষের এজেন্ট কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালটে সিল মারা, কেন্দ্র ভাঙচুর, বোমা বিস্ফোরণ, গুলি, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। এসব ঘটনায় দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হত্যা করেছে এক শিবির নেতাকে। অন্যদিকে পুলিশের গুলিতে শরীয়তপুরে নিহত হয়েছেন এক যুবক। বেশির ভাগ কেন্দ্রে দাপট ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীদের।

মূলত তারাই কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়। দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোট বচর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। কর্মী হত্যার প্রতিবাদে বাগেরহাটে আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : জেলার সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মংলা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডারদের কেন্দ দখল, এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের কেন্দে আসতে বাধা প্রদানসহ গতকাল ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে শহরতলির কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ থেকে শিবির নেতা মো. মানজারুল ইসলামকে (২৪) আওয়ামী লীগ ক্যাডাররা ধরে নিয়ে পার্শ্ববর্তী মেগনীতলা এলাকার রাস্তায় প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহত মানজারুল সরকারী পিসি কলেজের অথণীতি (সম্মান) ২য় বর্ষের ছাত্র ও বাগেরহাটের কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের দিনমজুর শেখ আবজাল হোেেসনের ছেলে। এ ছাড়া পাঁচ উপজেলায় সহিংসতায় ১৯ দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে এবং পুনরায় ভোট গ্রহণের দাবিতে এ পাঁচ উপজেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। অন্যদিকে শিবির নেতা নিহতের প্রতিবাদে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিবিরের জেলা সভাপতি হাফেজ আজমল হোসেন আজ রবিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। অন্যদিকে ভোট চলাকালে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে শরণখোলা, মোরেলগঞ্জ, বাগেরহাট সদর ও রামপালে সাত চেয়ারম্যান প্রার্থী পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এরা হলেন সদরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বিকল্পধারার বেগ মাহতাব উদ্দিন, শরণখোলায় বিএনপির খান মতিয়ার রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. সেকেন্দার আলী তালুকদার, মোরেলগঞ্জে বিএনপির মো. আবদুল মজিদ হাওলাদার ওরফে মজিদ জব্বার, জাতীয় পার্টির সোমনাথ দে ও রামপালে বিএনপির শেখ হাফিজুর রহমান তুহিন।

শরীয়তপুর : নড়িয়া উপজেলা নির্বাচনে সহিংসতায় রিপন মাঝি (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। উপজেলার ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা সাড়ে ৩টার দিকে দেশি অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে প্রবেশ করে। তারা ব্যালট বাঙ্ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

পুলিশ এ সময় ১৮ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ভূমখাড়া গ্রামের মনছুর মাঝির ছেলে গুলিবিদ্ধ রিপন মাঝিকে স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিপন মাঝি ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন বেপারীর পোলিং এজেন্ট ছিলেন।

নড়াইল : লোহাগড়া উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তত ২০টি কেন্দ থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

যশোর : ভোট গ্রহণকালে মনিরামপুর উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ব্যাপক বোমাবাজি, ব্যালট বাঙ্ ছিনতাই, ব্যালট পেপারে আগুন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক সদস্য ইটের আঘাতে আহত হন। এ ঘটনার পর ওই কেন্দে র ভোট গ্রহণ স্থগিত করা হয়।

প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, বেলা ১১টার দিকে ২০-২৫ জন লোক কেন্দে এসে বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে পাশের বাগানে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে উপজেলার চণ্ডীপুর, ডুমুরখালী, কাচপুর, হরিহরনগর ইউনিয়নের কয়েকটি কেন্দ , সুন্দরপুর আগরহাটি মহিলা মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেনী : দাগনভূঁঞা উপজেলা নির্বাচনে উত্তর আলীপুর কেন্দে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ছয়জন। তিনটি কেন্দে র ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। উত্তর আলীপুর কেন্দে ভোট দিতে প্রবেশ করার সময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই মিলনের দুই এজেন্ট তারেক ও আবদুল্লাহ আল মামুনকে গুলি করে দুর্বৃত্তরা।

একই কেন্দে শাহাদাত হোসেন রিটু, মিঠুন নন্দী, মোহাম্মদ রাসেল, দিদারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাদের মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাল ভোটে সহায়তার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুই পোলিং অফিসারকে আটক করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। বেলা ৩টার দিকে আলাইয়াপুর কেন্দে ব্যাপক ককটেল ফাটিয়ে তিনটি ব্যালট বাক্স ছিনতাই ও এতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার ও কেন্দে র পাশে খড়ের গাদায় আগুন দিয়েছে।

এ সময় পুলিশ ১১ রাউন্ড গুলি ছোড়ে। এর আগে সকালে উপজেলার অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে দুর্বৃত্তরা দুটি ব্যালট বাক্স ভাঙচুর করে অন্য দুটি ব্যালট বাঙ্ ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ওই কেন্দে ভোট স্থগিত করা হয়। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণমাধ্যম কর্মীদের দুটি হাইস মাইক্রো ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ককটলে ফাটিয়ে চারটি ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্রোহী আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ : তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর ও ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও জামায়াত-বিএনপি অধ্যুষিত শিবগঞ্জে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি বর্ষণ ও সাংবাদিককে মারধরের পর ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে একদল দুষ্কৃতকারী ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এর আগে বালুটুঙ্গী কেন্দে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে আদিনা ফজলুল হক সরকারি কলেজ কেন্দে জামায়াত-শিবির-বিএনপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়।

সোয়া ১১টার দিকে রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে মোহনা টিভির সাংবাদিক তারেক রহমানকে পিটিয়ে ক্যামেরা কেড়ে নেয় জামায়াত-শিবির ক্যাডাররা।

কুমিল্লা : তিতাস উপজেলায় নির্বাচন চলাকালে স্থানীয় পূর্ব কলাকান্দি কেন্দে র প্রিসাইডিং অফিসারকে জিম্মি করে এক দল দুর্বৃত্ত ৬০০ ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারায় ওই কেন্দে র নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে উপজেলার বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাই গোবিন্দপুর কেন্দে জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনায় সংঘর্ষে দুজন আহত হন।

টাঙ্গাইল : ধনবাড়ী উপজেলা নির্বাচনে পাঁচ পটল আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে আওয়ামী লীগ সমর্থকরা ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যালট পেপার ছিনতাইকালে বাধা দেওয়ায় প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারকে তারা পিটিয়ে আহত করে।

এ ছাড়া এক আনসার সদস্যকে পেটানো হয়।

সাতক্ষীরা : কালিগঞ্জ উপজেলা নির্বাচনে সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দে র সামনে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে জুলফিকার আলী নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। তিনি রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে ভদ্রখালী কেন্দ থেকে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় জামায়াত কর্মী মিয়ারাজ হোসেন ও আনোয়ারুল আমিন নুরুল নামে দুজন জখম হয়েছেন। পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলা নির্বাচনে চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার লোকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চরলাপাং এলাকার আবদুল করিম নামে এক ব্যক্তি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই পুলিশ হঠাৎ ভোটারদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

নোয়াখালী : সেনবাগ উপজেলা নির্বাচনে কয়েকটি কেন্দ দখলের সময় আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৪৫ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় বাহার নামের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আবদুল কাদের আইডিয়াল একাডেমি, এসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা ও ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে পুলিশের সঙ্গে কেন্দ্র দখলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আইডিয়াল একাডেমি কেন্দে র সহকারী প্রিসাইডিং অফিসার মো. শাহজাহান চৌধুরী জানান, বেলা সাড়ে ১২টার দিকে সাত-আটজনের একদল দুর্বৃত্ত তার কক্ষে প্রবেশ করে এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারে।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ, রবার বুলেট নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্ট্রাইকিং ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে খাদে ফেলে দেওয়া হয়। বেশ কয়েকটি কেন্দে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বিশ্বাস ও বিদ্রোহী গাজী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ২টার পর থেকে বিভিন্ন কেন্দে হামলা, ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাই শুরু হয়।

উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গিমাডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে র প্রিসাইডিং অফিসার সাইফুল আজম জানান, বেলা সোয়া ২টার দিকে দেড় শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দে হামলা করে। তারা সাতটি ব্যালট বাঙ্ ও অব্যবহৃত ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।

ফরিদপুর : সদর উপজেলায় কয়েকটি কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভোটকেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট প্রদান করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন কেন্দ্র দখল করে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট দিতে বাধ্য করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুপুরের পর অম্বিকাপুরের আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, রনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান ও ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মাহাবুবুল হাসান পিংকু। মধুখালী উপজেলার ৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জোরপূর্বক ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ : দুপুর দেড়টার দিকে কুলিয়ারচরের বড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বাঙ্ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় কনস্টেবল রমজান আলী আহত হয়।

প্রায় দুই ঘণ্টা পর ছিনতাইকৃত ব্যালট উদ্ধার করে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়। আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টার দিকে কয়েকশ লোক ব্যালট বাঙ্ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় কনস্টেবল মোমেন আহত হয়। উপজেলার পালটিয়া মাসকান্দি কেন্দ্রে ৯০০ ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

বরিশাল : সকালে বাবুগঞ্জ এবং মুলাদীর বেশিরভাগ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা। অনিয়মের অভিযোগে সকাল ১০টায় ভোট বর্জন করেন মুলাদীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুস সাত্তার খান। একই অভিযোগে ভোট বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক রাড়ী। বেলা ১১টার দিকে ভোট বর্জন করেন বিএনপির বিদ্রোহী বেল্লাল হোসেন ফকির এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ। অনিয়মের অভিযোগে আজ মুলাদীতে অর্ধবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বাবুগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন কেন্দ্রে হানা দিয়ে জালভোট দেওয়ার চেষ্টা করে। বেশিরভাগ কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপাশা আরজি কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে জাল ভোট দিতে থাকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। এ সময় কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব প্রতিবাদ করে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসারের কলার ধরে কৈফিয়ত চান। এ সময় হট্টগোল বাধলে পুলিশ ১৪ রাউন্ড গুলি করে ছত্রভঙ্গ করে দেয়।

তবে বিমানবন্দর থানার ওসি শাহিদুজ্জামান বলেছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ১৪ রাউন্ড গুলি করে ছত্রভঙ্গ করে দেয়। হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের পর জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোলা : সদরের ধনিয়ার নবীপুর, ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ, বাপ্তার চাচড়া, দক্ষিণ আলী নগর, পূর্ব ইলিশার জাঙ্গালিয়া, পশ্চিম ইলিশার ব্যারিস্টারের কাচারি, ভোলা সরকারি স্কুল কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রের বাইরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অধিকাংশ কেন্দে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। ধনিয়া ইউনিয়নের নবীপুর সাইক্লোন শেল্টার কেন্দ থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনায় সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়া অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতেই কয়েকটি ইউনিয়নের ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা : দামুড়হুদায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। উভয় প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী আজাদুল ইসলাম আজাদের সমর্থকরা উপজেলার ৩০ থেকে ৩৫টি কেন্দ দখল করে জাল ভোট দিয়েছেন। কুমিল্লা : চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট। চৌদ্দগ্রাম উপজেলায় কেন্দ্র দখল ও জাল ভোটের ছবি তোলা ও সংবাদ সংগ্রহের সময় এনটিভির সিনিয়র রিপোর্টার শফিক শাহিন ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মাকসুদুন্নবী আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলার শিকার হন।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটে। যুগান্তরের স্টাফ রিপোর্টার শেখ মামুন, আমার দেশের স্টাফ রিপোর্টার এরশাদুল বারী সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন। মানবজমিনের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদের মোবাইল ফোন কেড়ে নেয় রেলমন্ত্রীর এপিএস মোশারফ। চৌদ্দগ্রাম বিএনপি কার্যালয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা ৭০টি কেন্দ্র দখল করে নেয়। তিনি এসব কেন্দ্রে নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন দাবি করেন।

কেন্দ দখল, ব্যালট পেপার ছিনতাই, পুলিশি হামলার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ১৯ দলীয় জোট। নাঙ্গলকোট উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. নজির আহমেদ। সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী সন্ত্রাসীদের কেন্দ দখল ও পুলিশি হয়রানির অভিযোগ এনে আজ নাঙ্গলকোটে আধাবেলা হরতালের ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, চৌদ্দগ্রামের ২টি ও নাঙ্গলকোটের ৫টি ভোট কেন্দে র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুড়িচংয়ের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের দরজা ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ সাময়িক বন্ধ ছিল।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়েছে। জালভোট ও ভোটারদের বাধা দেওয়ার অপরাধে ৫ যুবককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালাকচুয়া কেন্দে ব্যালট পেপারসহ ব্যালট বাঙ্ ছিনতাই করে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘোষনগর কেন্দে ব্যালট বাঙ্ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রামপুর কেন্দ দখলের ঘটনায় ২ দফা ভোটগ্রহণ সাময়িক স্থগিত ছিল।

হামলার ঘটনায় দায়ের কোপে ও গুলিতে দুজন আহত হয়। ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া কেন্দে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাতজনকে আটক করে পুলিশ। হোমনা উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল হক অভিযোগ করেন, সরকার সমর্থিত কর্মীরা প্রভাব বিস্তার করে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বিভিন্ন কেন্দ থেকে বের করে দেয়। তিনি জাল ভোট ও কেন্দ দখলের অভিযোগ আনেন। চাঁদপুর : গোলযোগের কারণে হাজীগঞ্জ ও কচুয়ায় ব্যালট বাঙ্ ছিনতাই, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ৬ কেন্দে র ভোট গ্রহণ স্থগিত করেছে রিটার্নিং অফিসার।

কচুয়ায় বেলা ১১টার পর থেকে কেন্দ গুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া হট্টগোলের ঘটনায় পুলিশ ৮ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধ ও ৩ যুবককে আটক করা হয়। সংঘর্ষের জের ধরে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা গ্রামের আওয়ামী নেতা মঈনুদ্দীনের ঘর-বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় মনপুরা গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

মনপুরার ৪ গুলিবিদ্ধরা ছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- বিএনপি নেতা তেগুরিয়া গ্রামের মুজাম্মেল (৩৫), আওয়ামী লীগ কর্মী আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেন (৩০), মনোহরপুর গ্রামের জাকির (২৫) ও যুবলীগ নেতা লিটন প্রধান (২৬)। ব্যালট বাঙ্ ছিনতাইকালে কচুয়া শিলাস্থান ভোট কেন্দে পুলিশের গুলিতে জাহাঙ্গীর নামক এক যুবক আহত হয়। হাজীগঞ্জে কেন্দ দখল ও জাল ভোটের অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী (কাপ-পিরিচ)। স্থগিত কেন্দ গুলো হলো- হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় এবং কচুয়ার শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজশাহী : ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে চারঘাট উপজেলার একটি কেন্দে র ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া দুর্গাপুরে ছয়টি ভোট কেন্দে ভোট দিতে যেতে বিএনপি সমর্থকদের বাধা দেওয়া ও মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.