আমাদের কথা খুঁজে নিন

   

রঙের মানুষেরা কেমন আছে!**

দর্শকপ্রিয় ধারাবাহিক 'রঙের মানুষ'র চরিত্রদের নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক 'রঙের মানুষেরা কেমন আছে'। মাসুম রেজার রচনায় সাত পর্বের ধারাবাহিকটি পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু।

১০ বছরেরও বেশি সময় আগে এনটিভিতে সালাউদ্দিন লাভলুর নির্দেশনায় মাসুম রেজার রচনায় এনটিভিতে 'রঙের মানুষ' ধারাবাহিকটি প্রচার হয়েছিল। সেই একই শিল্পীরা এ নাটকে আবারও অভিনয় করছেন। বস্তানি শাহ চরিত্রে এটিএম শামসুজ্জামান, তার স্ত্রী হামেরা বেগম চরিত্রে ওয়াহিদা মলি্লক জলি, তাদের পালকপুত্র বসন শাহ চরিত্রে শিল্পী আগুন, মানজেলা চরিত্রে তানিয়া এবং যথারীতি দুবলো রাখাল প্রাণ রায় আ খ ম হাসান, রাঙ্গা বেগম বন্যা মির্জা, পকেটমার ফজলুর রহমান বাবু, পাঞ্জু খাঁ রহমত আলী, কুসুম রমি এবং দিলখুশ চরিত্রে মুক্তি অভিনয় করছেন।

নাটক প্রসঙ্গে লাভলু বলেন, 'সেই স্বাদ আবার পেলাম। আমার ধারণা দর্শক আবার নতুন করে পুরনো স্বাদ পাবেন। তৃপ্তও হবেন।'

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.