পথের শেষে এসে পথ মিশে গেছে
তুমি মিললে না এই জনমে
আমি আর কারে ভালোবেসে জড়াবো প্রেমে।
নদীরা বয়ে বয়ে সাগবে মিশেছে
তুমি মিললে না বুকের গহীনে
আমি আর কার কাছে যাবো অপরাহ্নে।
দিনেরা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যারা রাত
আর রাতেরা ফুটেছে ভোরের আলো
অথচ তুমি থাকলে জমকালো।
ভালোবেসে বিরাণ প্রান্তর করেছি আবাদীভূমি
অথচ সহযোগি হলে না তুমি
আমি তাই আজও অগোছালো।
পথের শেষে এসে পথ মিশে গেছে
কেউ বলেনি একটি কথা, ভালোবেসে ?
২৬.০৩.২০১৪
পথের শেষে এসে পথ মিশে গেছে /
শাফিক আফতাব/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।