আমাদের কথা খুঁজে নিন

   

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওপর দুটি ভিডিও

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি রয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। এই উদ্যানের বেশির ভাগ গাছপালাই চিরসবুজ বলে এটি একটি চিরহরিৎ অরণ্য। এই ধরণের চিরসবুজ অরণ্য দেখা যায় নাতিশীতোষ্ণ অক্ষাংশে।

একই সঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বৃষ্টিবন বা রেইন ফরেস্ট। কারণ সারা বছরই এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। উদ্যানের গাছগুলি অনেক উঁচু। এর কারণ সূর্যের আলোর জন্য গাছগুলোর প্রতিযোগিতা। রেইন ফরেস্টটির আয়তন ১২৫০ হেক্টর।

১৯৯৭ সালে বাংলাদেশ সরকার লাউছড়ার চিরসবুজ বৃষ্টিবনকে জাতীয় উদ্যান ঘোষনা করে। বাংলাদেশের মানচিত্রে মৌলভীবাজা জেলার কমলগঞ্জ উপজেলার অবস্থান। এখানেই লাউয়াছড়া জাতীয় উদ্যানটি অবস্থিত। ১৯২৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকার লাউয়াছড়ায় বৃক্ষায়নের উদ্যেগ নেয়। তারই ফলাফল লাউয়াছড়ার জাতীয় উদ্যান।

কমলগঞ্জ উপজেলার মানচিত্র লাউয়াছড়ায় অনেক দূর্লভ প্রজাতির প্রাণি রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল উল্লুক। একটি পূর্ণবয়স্ক পুরুষ উল্লুক। সৌজন্য Gibbon Research Lab.http://www.gibbons.de/main/photo.html লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কমলগঞ্জ উপজেলায় হলেও শ্রীমঙ্গল থেকে এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার হওয়ায় অধিকাংশ পর্যটকই শ্রীমঙ্গল থেকেই লাউয়াছড়া যান। শ্রীমঙ্গল-কমলগঞ্জ রেলপথ লাউয়াছড়ার বুক চিরে চলে গেছে।

এই ছবিটি তুলেছেন সৌম্য (সম্ভবত ইনি সামুর ব্লগার)। যাহোক। ছবিটি ব্যবহারের অনুমতি নিয়ে নিলাম ... http://www.flickr.com/photos/saeed_shoummo/4125300056/ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওপর নির্মিত দুটি ভিডিও তথ্যসূত্র: লাউয়াছড়া বাংলা উইকিপিডিয়া http://www.gibbons.de/main/photo/08hool.html Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.