কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
নিবিড় সৃজনশীল প্রাকৃতিক বন এই লাউয়াছড়া যা সর্বসাধারনের এক আবেগের স্থান। প্রাণ ভারে নিঃশ্বাস নিতে একটু ফুসরত পেলেই অনেকেই পরিবার পরিজন নিযে চলে আসেন এই লাউয়াছড়ায়।
আর এই আসাই কাল হলো সরকারের দৃষ্টি পড়লো রাজস্ব আদায়ের উপড়। কি করে বেশী বেশী রাজস্ব বাড়ানো যায় আর সেই রাজস্ব দিয়ে সাংসদদের জন্যে শুল্ক মুক্ত গাড়ীর কেনার ব্যাবস্থা করা যায় তাই হলো কারন।
অন্য একটি কারন এই অতিরিক্ত মানূষ থাকার কারনে সংরক্ষিত এই বন থেকে অবাধে গাছ কাটা যায় না।
সারাক্ষন মানূষ থাকে গাছ কাটলে এই বিষয়ে মানূষ আপত্তি জানায়। এই পর্যটক মানূষ ই এই বনের প্রাকৃতিক রক্ষক হিসাবে কাজ করছে। রাতের অন্ধকারে গাছ কাটা যায় না। যাহাতে এখন দিনে দুপুরে সরকারের প্রস্তাবিত প্রকল্পের ফাক ফোকর গলে গাছ চুরি এবং এই বন উজার করার ষড়যন্ত্র চলছে। সচেতন মহল কি একটু এগিযে আসবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।