আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পদ্মাসেতু

" আমাদের পদ্মাসেতু " আমাদের পদ্মানদী চলে বাঁকে বাঁকে , সেতু করার আশা দিয়া বিশ্বব্যাংক ডাকে । গাড়ি নিয়া যাবে আবুল কালকিনি বাড়ি , সিনা উঁচা করে দিবে পদ্মাসেতু পাড়ি । ... পার হয়ে যায় দিন, পার হয় রাত , আচমকা বিনা মেঘে হল বজ্রপাত । কমিশন চেয়ে আবুল করলো কি ভুল , টাকা নাহি দিবে বিশ্বব্যাংক ,এ কী হুলস্থুল ! গ্যাঁকগ্যাঁক করে ওঠে সুরঞ্জিতের ঝাঁক , রাতে ওঠে থেকে থেকে ওবায়দুলের হাঁক । তীরে তীরে ছেলেমেয়ে টিফিনের কালে , পেটে ক্ষুধা ভরে পয়সা দানবাক্সে ঢালে । সকালে বিকালে কভু বাজার হলে পরে , আঁচলে ছাকিয়া তারা চাঁদার কুয়া ভরে । দেশে দেশে লীগে লীগে পড়ে যায় সাড়া , প্রয়োজনে কিডনি নাকি বেঁচে দিবে তারা । শুনিয়া পেটের শিশু করে কান খাড়া , ভূমিষ্ঠ হইঞা বলে ,"ধুর !এ কোন ফাঁড়া " :/ :/ (ফেবু থেকে কপিপেস্টকৃত। মূলঃ বন্ধু রাসেল )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.