:) ১। সকল গণতন্ত্রই নির্বাচন নিশ্চিত করে, কিন্তু সকল নির্বাচনই গণতন্ত্র নিশ্চিত করেনা।
২। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষরা অন্য জেলার সম্পর্কে যা বলে তা যদি কম্পাইল করা যায় তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষের চেয়ে খারাপ আর কেউ নাই। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষরা নিজ জেলার সম্পর্কে যা বলে তা যদি কম্পাইল করা যায় তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষের চেয়ে ভালো আর কেউ নাই।
৩। পশ্চিমে বড় বড় কোম্পানির সিইওরা কেবল দুই সময় মিলিয়ন মিলিয়ন ডলার বোনাস পান, যখন কোম্পানি প্রফিট করে আর যখন করেনা।
৪। বাংলাদেশে বেসামরিক সরকারি কর্মকর্তারা ইউপি নির্বাচন করলেও সেটা হয় সরকারী কর্মচারী বিধি লংঘন, আর সামরিক সরকারি কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচন করলেও সেটা হয় দেশ রক্ষার খাতিরে অমোঘ দায়িত্বপালন।
৫।
যারা ১৯৭১এ ৩০ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কোন জরিপ হয়নি বলে তারাই আফগানিস্তান, বসনিয়া, মধ্যপ্রাচ্যে কত লাখ নিহত হয়েছেন তার বর্ণনা দেন কোন জরিপ ছাড়াই।
৬। পৃথিবীর সবচেয়ে আরামে থাকা পুরুষ হলো আরব্য শেখরা, আর সবচেয়ে আরামে থাকা নারী হলো বাংলাদেশে ঘুষখোর চাকরিজীবীদের গৃহিণীরা
৭। জ্যোতিষ"বিদ্যা"ই একমাত্র জোচ্চুরি যেটা বেআইনী না।
৮।
বিশ্বকাপ ফুটবলের সময় আমরা কালোদের পছন্দ/সমর্থন করি, বিয়ের সময় না।
৯। নিজ দেশে আমরা রাষ্ট্র থেকে ধর্ম বিযুক্তকরণের বিপক্ষে তবে ভিন্ন ধর্মের দেশে প্রবাসী হলে সেখানে রাষ্ট্র থেকে ধর্ম বিযুক্তকরণের পক্ষে।
১০। প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠান, আর বিদেশে যেখানে থাকেন সেখানে ট্যাক্স দেন।
তবে সেই টাকা কিভাবে ব্যয় হবে সেই ব্যাপারে তার অভিমত দেবার অধিকার (ভোটের অধিকার) কোন জায়গাতেই রাখেন না।
১১। আমরা কনসার্টে কোন অপেশাদার শিল্পী ভুল করলে তাকে ২য়বার সুযোগ না দিয়ে পচাডিম ছুঁড়ি, আর দুর্বৃত্ত রাজনীতিবিদকে কেবল ৩য়/৪র্থ/৫ম বার সুযোগই দেইনা, ফুলের মালা দিয়ে বরণও করি।
১২। আমরা কেউ যদি লোভী বা হিংসুক বা অসত হই তাকে অপছন্দ করি, আর যে এই সবকটি দোষের অধিকারী তাকে নেতা বানাই।
১৩। একজন টিনএজার কম্পিউটার, মহাজগত, ধর্ম সবই জানে, জানেনা শুধু তার পিতার ১০ হাজার টাকা বেতনে চাকরি করে ২৫ হাজার টাকা বাসাভাড়া দেবার রহস্য।
১৪। সব অপরাধেই মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল। ব্যতিক্রম - ধর্ষণ, ইভটিজিং।
১৫। হাজার টাকা চুরি করলে পাওয়া যায় গণধোলাই, আর কোটি টাকা চুরি করলে পাওয়া যায় সেলিব্রিটি স্ট্যাটাস।
১৬। অন্যের ভুল-ত্রুটি হলো হিমালয় পর্বতের মত, এড়ানোর কোন উপায় নাই। নিজের ভুল হলো এ্যামিবার মত, মাইক্রোস্কোপেও দেখা পাওয়া মুশকিল।
১৭। লজিক্যালি চিন্তা করলে সব মানুষের জীবনেই বিলাসিতার প্রয়োজন আছে, তবে রিয়ালিস্টিক্যালি, বেশীর ভাগ মানুষের জীবনেই অনেক মৌলিক প্রয়োজন মেটানোটাই বিলাসিতা।
১৮। সবচেয়ে নির্বোধ কৃষকও গুটি আমের চারা লাগিয়ে সেখান থেকে ফজলি আম আশা করে না, তবে সবচেয়ে বুদ্ধিমান নাগরিকরাও সবচেয়ে নিম্নশ্রেণীর লোকদের সংসদে পাঠিয়ে সুশাসন আশা করে।
১৯।
আইজি, সচিব বা প্রধান প্রকৌশলীর মৃত্যুর পর তার স্ত্রী/পুত্র/কন্যা আইজি, সচিব বা প্রধান প্রকৌশলী হন না, তবে সাংসদের মৃত্যুর পর তার স্ত্রী/পুত্র/কন্যা সাংসদ হন।
২০। রাষ্ট্রধর্ম থাকাটা একজন ধার্মিকের জন্যও লজ্জাজনক, আর ধর্মপালনে রাষ্ট্রের বাধা দেয়াটা নাস্তিকের জন্যও লজ্জাজনক।
২১। ধর্মনিরপেক্ষতা শুধু যেকোন ধর্মপালনের স্বাধীনতা না, কোন ধর্ম না করার স্বাধীনতাও বটে।
২২। অহংকার পতনের মূল, আত্নবিশ্বাস উন্নতির বীজ।
২৩। একজন নেতা বা রাষ্ট্রনায়কের মৃত্যুতে মানুষ কিভাবে রিএ্যাক্ট করে শুধু সেটার উপরই তার মূল্যায়ন হওয়া উচিত না। সেক্ষেত্রে জোয়ান অফ আর্ককে এখনো ডাইনী হিসাবে মূল্যায়ন করা উচিত।
২৪। পৃথিবীর সব মানুষ নির্ভেজাল ধার্মিক হলে হয়ত ধর্মযুদ্ধ বেড়ে যাবে, তবে ফৌজদারী অপরাধ শূন্যের কোঠায় নেমে যেত।
২৫। ধর্মের জন্য নাস্তিকরা না বরং ধর্ম-ব্যবসায়ীরাই বড় বিপদ, পুঁজিবাদের জন্য সমাজতন্ত্র না বরং পুঁজিবাদিরাই বড় শত্রু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।