আমাদের কথা খুঁজে নিন

   

সাদামাটা কথা -৩

কালকে India যাব, আমার operation" মোটা-কালো frame এর চশমা পরা জ্ঞানী-জ্ঞানী চেহারার ৮-৯ yr এর ছোট্ট বাচ্চা ছেলে, কি normally বলে ফেলল কথাটা। আমাদের মসজিদ-আড্ডার নতুন মুখ। আগে দেখি নাই তাকে। "কিসের operation?" "হার্ট এর" "Heart Foundation এ দেখাও নাই?" "হ্যাঁ, ওখান থেকেই বলছে India যাইতে" "India'র কোথায় যাবা ?" "Bangalore এ...আগেও গেছি" "ভয় লাগতেছে নাকি? কিছুই হবে না...যাবা আর আসবা" "" "কোন school এ পড় ?" .......... .......... হুজুরের বয়ানের সাথে তাল দিয়ে আমাদের কথার রেলগাড়িও সমান তালে চলতে থাকে। নামাজ শেষে আর দেখলাম নাহ পিচ্চি কে, ভিড়ের মধ্যে হারায় গেল। বাসায় আসার সময়, রাস্তায় দেখি আমার পিছন পিছন আসতেছে। আবার শুরু হোল কথা "Heart ভাল রাখার সবচেয়ে easy system হোল হাঁসা, এইটা জানো?" "নাহ" "যত বেশী হাসবা, heart ততই ভাল থাকবে। আমারও কিন্তু Heart এ problem. মাঝে মাঝেই Blood Pumping ঠিক মতন করতে পারে নাহ... কিন্তু অনেক হাসাহাসি করি দেখে operation এর দরকার হয় নাহ।" আমার কথায় পিচ্চি কি বুঝল কে জানে !!.... তবে খুব সুন্দর করে হাসি দিয়ে ফেলল একটা। ওহ ! normally নামাজ শেষে দোয়া টা-- নিজের nd FnF দের জন্য করি, আজকে নতুন আরেকজনের জন্যও করতে হোল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।