অনেকদিন পর আজকে অকথ্য ভাষায় গালাগালি করলাম, একেবারে মন থেকে গালি গুলা দিলাম বাংলাদেশের নোংরা রাজনীতির জনকদের (জননী বলাটাই may be বেশী appropriate) Media জুড়ে একই news "ছাত্রদলকর্মী সন্দেহে ছাত্রলীগের অস্ত্রের আঘাতে পথচারী নিহত" #কেওতো সাহস করে প্রশ্নটা করল নাহ, বিশ্বজিৎ দাস যদি পথচারী না হয়ে ছাত্রদলকর্মী হতেন, তাকে মারা কি জায়েজ হতো ? media তে কি তখন সেই খবরটা আসতো ? #চরম মেধা নিয়ে গ্রাম থেকে উঠে আসা ছাত্ররা, সরকারি university তে ভর্তি হয় ভাল কিছু শিখার আশায়। কিন্তু তার বদলে তারা শিখে কিভাবে অন্য group এর ছাত্রকে ৩-৪ তালা থেকে ফেলে দিতে হয় ! অস্র দিয়ে কুপিয়ে মেরে ফেলতে হয় ! কেন? #Dhaka University সহ বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠান গুলতে Hall এ থাকতে হলে কেন একজনকে ছাত্রদল-ছাত্রলীগ-শিবির এসবে join করা বাধ্যতামূলক? শুধুমাত্র ক্ষমতার জন্য কিভাবে আপনারা পারেন, একজন ছাত্রকে বাধ্য করেতে-- তারই সহপাঠীকে চাপাতি-রামদা দিয়ে জবাই করে মেরে ফেলতে ? #বিশ্বজিৎ দাস এর মতন আর যে শত শত খুন আপনারা ছাত্রদেরকে দিয়ে করিয়েছেন/ করাচ্ছেন... তার দায়ভার টা কে নিবে ? আপনারা ? ছাত্রদল-ছাত্রলীগের সোনার ছেলেরা ? না যে খুন হয়েছে তার family ? অনেক প্রশ্নের ই উত্তর আমাদের জানা নেই। তবে এইটুকু জানা আছে, "বঙ্গবন্ধু-জিয়া" উনাদের কথা ভেবে আমাদের বাব-চাচারা আপনাদের ৪০ বছর ধরে ভোট দিয়ে আসলেও, আমরা দিব নাহ। কয়দিন পর রাস্তায় যে আমার লাশ পরে থাকবে না-- তার guaranty যারা দিতে পারে নাহ, তাদেরকে ভোট দিব কোন দুঃখে ? শেষ মুহূর্তে একটা Q মাথায় আসলো,... ক্ষমতার জন্য যারা এতো নিচে নামতে পারে, ১৫কোটি মানুষের গালি কি তাদের গায়ে আদৌ গালি হিসেবে লাগে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।