কাল সারারাত ঘুমাইনি ,আজ ঈদ তাই,মানে এই না যে এখানে মহাধুমধামে ঈদ উদযাপিত হয়। রাতটা কেটেছে ব্লগ আর ফেসবুকে সবার কর্মকান্ড আর অনুভূতি শেয়ার করে,
কেউ শেষ মুহূর্তে কেনাকাটা করছে।
শান্তি ইয়াহু টিকেট কনফার্ম।
কেউ লিখছে শেষ পর্যন্ত বাড়ি পৌছলাম।
আহ মায়ের হাতের পিঠা।
রাস্তায় আছি আর বেশি বাকি নেই বাড়ির পথ।
বন্ধুদের সাথে দেখা হচ্ছে।
জম্পেশ আড্ডা ভাইবোন মিলে।
রাত কেটে গেছে সবার এই সব আপডেট দেখে। বুকের ভেতরটা ফাকা হয়ে যায় আবার কবে এইসব অনুভূতি সত্যি হবে কবে আবার মায়ের পা ছুয়ে সালাম করব,মা তোমার কথা অনেক মনে পড়ছে,চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ।
আসলে দেশের ঈদের সাথে কোন তুলনা চলেনা। সকালে ঈদ নামাজ আদায় করতে গেলাম ওই নামাজের সময়টাতেই মনে হয়েছে যে আজ ঈদ,তারপর যথরীতি কর্মস্থলে। এই হল আমাদের প্রবাসী জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।