আমাদের কথা খুঁজে নিন

   

তিক্ত আলো

চার দেয়ালের দিনটা আমার আধো আলো আধো ছায়া ঠেকে গেছে দিনের আলো বন্দি যেন এক বেহায়া। তফাৎ বুঝার তড়িৎ গতি ততক্ষনে বিনাশ হল আমার আমি আমার মতই হাতরিয়ে যাই দিনের আলো। মাথার উপর তারার মেলা জোনাক জুড়ে শুধুই বাযে কি এমন এক অচিন আশায় কাটাচ্ছি দিন দেয়াল মাঝে। হা-এর পরে হুতাশ আমায় হতাশ করে দিন অবধি মুক্ত হবার ইচ্ছা আমার মুক্তি দিবে কোন দরদি। কালের ঘাটে অকাল বাধা সু-কাল আমার অনেক দুরে আমিও তাই অবলীলায় দ্বন্দ্বে বিভোর চতুর ধাবে। এই রোযাতে যদি আমায় মুক্ত করে প্রাণ বিধাতা আমি তারে করবো খুশি যদিও চায় আমার মাথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।