আমাদের কথা খুঁজে নিন

   

তিক্ত অভিজ্ঞতা

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি

দৈনিক সমকালের একটি রিপোর্ট সব সাবজেক্ট এর কথা জানিনা। মতামত পরার পর ব্যপারটা ক্লিয়ার হবে। আমি একজন ফুড ইন্জিনিয়ার। একটি পাবলিক ভার্সিটি হতে গ্রাজুয়েশন করেছি, সর্বচ্চো সিজিপিএ নিয়ে। ভাবলাম ঢাকায় যখন আছি প্রাইভেট ভার্সিটি গুলোতে সিভি জমা দেই, যদি লেকচারারের পোষ্ট পাওয়া যায় এই আশায়।

প্রথমে গেলাম Daffodil International University তে। ডিপার্টমেন্টে কোন টিচার পাইলামনা। হেড অব দা ডিপার্টমেন্ট Dr. Md. Bellal Hossain বাইরে। অন্য কোন টিচারের হদিস পাইলামনা, স্পষ্ট করে কিছু বলেওনা। যাই হোক সিভি দিয়া চলে আসলাম।

তারপর গেলাম University of South Asia তে, একই অবস্থা কেউ নাই। কত বার বললাম, ডিপার্টমেন্টটা কোন দিকে একটু বলেন, হেডের সাথে কথা বলব। এর অবস্থা তো আরও করুন। Dr: Abdul Matin (VC) স্যার ছাড়া নাকি কেউ নাই, তাও অনুপুস্থিত। এই যদি হয় অবস্থা তাহলে কেমেন হবে? সকলের মতামত কাম্য


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।