আমাদের কথা খুঁজে নিন

   

তিক্ত অভিজ্ঞতা...।।

তোমাদের জন্য "কী রে সৌরভ,মন খারাপ কেন?" "এমনি। " "এমনি মানে?" "বললামতো এমনি। " ব্যাপারটা ঠিক বোধগম্য হল না,সবসময় হাসিখুশি ছেলেটার হঠাত কী হল! পাশেই সানি বসে আছে,দেখি ওর কাছ থেকে জানা যায় কী না। "এই সানি,সৌরভের কী হয়েছে জান?" "কাল ওর সেল ফোনটা ছিনতাই হয়ে গেছে, gf এর সাথে কথা বলতে পারছে না,এজন্য মন খারাপ। " "হাহা!!!!!ছিনতাই হল কীভাবে? কোথায় ?" "কাল বিকালে,মৌচাকের সামনে থেকে।

" "that means দিনের বেলায়??তাও আবার মৌচাকের সামনে থেকে? আশেপাশে মানুষ ছিল না????" "ছিল,but তখন কী মাথা ঠিক থাকে!!" "হাহাহা,বেকুব,একটা চিৎকার করলেই তো হত,কয়জন ধরেছিল??" "একজন। " "my god!! একজন?????????পিস্তল ধরেছিল নাকি???" "নাহ,তবে পকেটে ছিল। " "ও জানল কীভাবে যে পকেটে পিস্তল ছিল?" "ওই ব্যাটা বলেছিল। " "হাহাহা.........। একা একজন এত মানুষের মাঝ থেকে just ভয় দেখিয়ে ছিনতাই করে ফেলল???" "হ্যা.........।

" সৌরভের দিকে ফিরলাম,"দোস্ত,দারুন কাজ করেছিস,তুই খুব সাহসী দোস্ত...। ভাল কথা'প্যান্ট টা ঠিক ছিল তো????" "মেজাজ খারাপ করিয়ে দিস না,মাইর খাবি। " "okay okay,relax man,দান করা ভাল,ওরাওতো মানুষ,কোন কাজ না পেয়ে এই পথে এসেছে, তোর মত দানশীল কিছু মানুষ না থাকলে তো ওরা না খেয়েই মরত,m proud of u দোস্ত,আমার আজ হাজী মোঃ মহসীন এর কথা খুব মনে পড়ছে দোস্ত,তিনি ও তোর মত দানশীল ছিলেন...বাংলায় আজও মহসীনেরা বিলুপ্ত হয়ে যায়নি,আমি আবার বাংলাকে নিয়ে আশায় বুক বাধছি............। । " "শালা,হার...দা,কুত্তা......।

" বলতে বলতেই ও দৌড় দিল আমাকে ধরার জন্য। । আমিও দিলাম ছুট। ওদিকে ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষনের মাঝেই,১সেকেন্ড পরে গেলেও attendance পাব না, so,আমি,সৌরভ দুজনেই ক্ষান্ত দিলাম। ।

ক্লাস শেষে বাসায় ফেরার পালা,প্রতিদিনের মত কমলাপুর ওভারব্রীজ এর উপর দিয়ে যাচ্ছি। কাল physics quiz, ওটা নিয়েই ভাবছি। হঠাত...... "ভাই,একটু দাড়াবেন??" দেখলাম মধ্যবয়সী একজন লোক,নেশাগ্রস্থ চেহারা, "কেন??" "একটু কথা ছিল" "আমার তো সময় নেই,অন্য কাওকে দেখুন" "বেশি সময় লাগবে না" চারিদিকে অনেক লোক যাচ্ছে,so চিন্তার কী আছে!! তাছাড়া বেশ কৌতূহল হচ্ছে,এই ব্যাটা আমাকে কী বলার জন্য ডাকতে পারে!! "okay,বলুন" "থাকেন কোথায়?বাসাবো??" "নাহ,মুগদা। " "ও,কতদিন হল আছেন?" "তা প্রায় ২ বছর হল,কেন বলুনতো?" "এলাকার খোজ রাখেন কিছু?" "খোজ??মানে?" "এলাকা তো খুব একটা ভাল না,লিটন ভাই আছে বলে কিছু টের পান না। লিটন বাহিনীর নাম শুনছেন তো??" "একবার paper এ পড়েছিলাম may be" ওহ আল্লাহ!!!!!!আমি তাহলে কি paper এ পড়া ওই বাহিনীর খপ্পরে পড়ে গেলাম!!এরপর কী হবে??আমাকে ওদের দলে যোগ দিতে হবে??তারপর একটা পিস্তল ধরিয়ে দেবে??সবাই মিলে চাদাবাজি করতে যাব??তারপর একদিন পুলিশ ধরবে,then encounter?? paper এ লেখা আসবে সন্ত্রসী বাহিনীর খপ্পড়ে পড়ে মেধাবী ছাত্রের অকাল জীবনাবসান???ঠিক bangla movieর মত??? তাহলে movie গুলো যতটা গাজাখুড়ি লাগে,actually ওগুলো তেমন নয়??????????? ধুর,হাবিজাবি ভাবছি কেন,দেখি আর কি বলে।

"আজ গোলাম বাহিনীর কয়েকজন এলাকায় হামলা করেছিল,২ জন মার্ডার হয়েছে,৫ জন hospital এ" "তাই নাকি?" "হ্যা,এলাকার পরিস্থিতি ভাল না,যাকে পাচ্ছি তাকেই কোপাচ্ছি,এই দিকে তাকান..." ব্যাটা তার পকেটে কিছু একটা রেখেছে,সেটাই কিছুটা উচিয়ে ধরেছে...কী হতে পারে এটা?? "কী আপনার পকেটে?" "খুর,খুর চেনেন তো?" "জী,চিনি" আমার তো পা কাপতে শুরু করেছে,allah বাচাও!! "আপনি তো দেখতে সুন্দর,কলেজে পড়েন,ঐ মুখে যদি একটা খুরের টান দিয়ে দেই কেমন হবে?" "জী??????????????????" "সারাজীবন দাগ থেকে যাবে,মেয়েরা ফিরেও তাকাবে না,ঠিক কী না??" "তা তো বটেই" "দেব নাকি একটা টান?" ব্যাটা বলছে কী এসব!!!!!!!!আমার মুখে খুর দিইয়ে.........!!!oh god!!!!!!!!!!!!!! "কেন ভাই?আমি কি করেছি????????" "কিছু করা লাগবে কেন,আপনি মুগদায় থাকেন,আপনার এলাকার লোক লিটন ভাই এর লোক এর গায়ে হাত দিয়েছে,এর দায় তো পুরো এলাকার,তাই না?" "দেখেন ভাই,আমি এলাকার স্থায়ী বাসিন্দা না,পড়তে এসেছি,একদিন চলে যাব,এলাকার এসব ঝামেলায় আমাকে ফেলানো কি ঠিক?" "ঠিক বেঠিক তো বুঝি না,আপনি এলাকার লোক,আপনাকেও দায় নিতে হবে" কথায় যুক্তি আছে,আমারও দায় নিতে হবে,এক ই এলাকায় থাকি যখন,কেন যে গোলাম বাহিনীর লোকগুলো এদের গায়ে হাত তুলতে গেল!!!!! বদমায়িশগুলোকে যদি সামনে পেতাম!! "ভাই,আমাকে ছেড়ে দিন please,আমি কখনো এমন কিছু করি নি,কোনদিন করব ও না,আমাকে দেখে কী ওইরকম মনে হয়??আমি নিরীহ একটা ছেলে,আমাকে ছেড়ে দিন" "ছেড়ে দিন বললেই তো ছেড়ে দেয়া যায় না,কিন্তু আপনাএ দেখে আসলেই নিরীহ লাগছে......mobile আছে?" "জী। " "ছবি তোলা যায়?" "জী না" "ধুর মিয়া,কলেজে পড়েন,অথচ mobile এ camera নাই??" "অনেক দিন আগে কেনা তো"(mobile এ camera না থাকায় নিজেকে অপরাধী অপরাধী লাগল!!) "ও,balance আছে?" "জী,আছে"(ভাগ্য ভাল যে balance আছে!!) "দেন তো,একটা call করব" ভাবলাম'at least উনি আমার mobile থেকে call তো করতে পারছেন,আশা করি এই উপকারের প্রতিদান হিসাবে এই ঝামেলা থেকে at least বাচা যাবে!!! "এই নিন ভাইয়া" "এই সেট use করেন?ধুর,কত দিয়ে কিনছিলেন?" "ভাইয়া ৫০০০ টাকা" "এখন তো দাম এত না" "জী ভাইয়া" "ব্রীজ ধরে সোজা হেটে যান,পিছনে তাকাবেন না,সামনে আমার লোক আছে,পিছনে যদি তাকান,তাহলে খবর আছে" অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম,ব্যাটা actually আমার কাছ থেকে ছিনতাই করছে!!!!!! "কী ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন,ভাল কথা কানে যাচ্ছে না?দেব নাকি একটা টান মেরে?" কী আর করব,অগত্যা হাটা শুরু করলাম,চারিদিক দিয়ে কত মানুষ যাচ্ছে,চিতকার দেব নাকি??না থাক,যদি পালাবার আগে সত্যি সত্যি মুখের উপর একটা খুরের টান দিয়ে যায়?????? নাহ বাবা,থাক,পৈত্রিক প্রান and চেহারা(!!) টা নিয়ে বাড়ি ফিরে যাই। ফেরার সময় শুধু মনে হতে লাগল'কাল সৌরভ আজকের ঘটনাটা শুনে কী বলবে?????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।