আমাদের কথা খুঁজে নিন

   

তিক্ত অভিজ্ঞতা!!!

http://www.facebook.com/Kobitar.Khata তখন ৮ম কি ৯ম শ্রেণীতে পড়ি। স্কুল আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে, অন্য গ্রামে। দুই গ্রামের মাঝে বিস্তীর্ণ ফসলি জমিন। আর এর মাঝ দিয়ে সাপের মতো এঁকে-বেঁকে চলে গেছে মেঠো পথ। তখন বর্ষাকাল।

আমি আমার গ্রামে সীমানা পার হয়ে যখন সেই আঁকাবাঁকা পথে চলা শুরু করেছি তখনই নামল ঝুম বৃষ্টি। আমার সাথে ছাতা ছিল, সেই ছাতা দিয়েও নিজেকে রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছিল। হঠাৎ লক্ষ করলাম আমার পাশদিয়ে আমাদের গ্রামেরই একজন লোক হেটে যাচ্ছিল। সার্ট,প্যান্ট,জুতা পরা নিপাট ভদ্রলোক! উনার কাছে কোন ছাতা ছিলনা তাই উনার বৃষ্টিতে ভিজা ছাড়া কোন উপায় নাই। উনাকে দেখে আমার মনে খুব মায়া হল।

উনাকে ডেকে আমার ছাতার নিছে আশ্রয় দিলাম। আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। ভদ্রলোক আমার ছাতার নিছে ঢুকেই আমার ছাতার নিয়ন্ত্রণ উনার নিজের হাতে নিয়ে নিলেন। যার ফলাফল আমি ভিজে ভিজে স্কুলে গেলাম আর উনি একেবারে শুকনো ঠনঠনে!! আজো সেই কথা মনে উঠলে রাগে গা জ্বলে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।