আমি তরুণ। নিয়ম মানতে ভাল লাগেনা...
এ কিসের জটলা গেটে? এগিয়ে জিজ্ঞাসা করলাম দারোয়ানকে “কি হয়েছে? ঢুকতে দিচ্ছেন না কেন?” মামা! আপনি জানেন না? আজ old first year দের পরীক্ষা। পরীক্ষা? কোন নোটিশ নেই, নেই কোন বিজ্ঞপ্তি। গেট খুলবেননা? না ১০.০০টার আগে গেট খোলা যাবেনা। এখন সময় ৭.৩০মিনিট।
তার মানে ২.০০ঘন্টা ৩০মিনিট অপেক্ষা করতে হবে।
আমি একা নই। শত শত ছাত্র-ছাত্রী অপেক্ষা করছে। বাহিরে বসার জন্য দু’টা বেঞ্চ রয়েছে বিরাট আকৃতির। কি আর করার, বসে পড়লাম একটিতে।
বসে বসে ভাবছি, এ কেমন বিড়ম্বনা? ...হঠাৎ আমার ডান পাশে বসা থাকা একটি ছেলে আমায় লক্ষ্য করে বল্লো “হায়! আমি কলি, তুমি? মনে মনে ভাবলাম, কোন ছেলের নাম আবার কলি হয় নাকি? অতঃপর আমি ...বালি, চোখেরবালি। ও’’ কোন ডিপার্টমেন্ট? আ’’ রাষ্ট্রবিজ্ঞান। তুমি? আমিও।
ওর সাথে কথা হচ্ছিল নানান বিষয়ে। আমাদের বাড়ী কোথায়? বাড়ীতে কে কে আছেন? কোথায় থাকি ইত্যাদি।
হঠাৎ লক্ষ্য করলাম, আমাদের সামনে দারিয়ে তিনটি মেয়ে উচ্চস্বরে হাসা-হাসি করছে আর কথা বলছে। তন্মধ্যে একটি মেয়ের চোখে চোখ আটকে গেল আমার। আহ্ কেমন মায়াবী চেহারা। মেয়েটার মাঝে একটু ভিন্নতা খুঁজে পেলাম। সবাই হাসছে উচ্চস্বরে অথচ ও মিটি মিটি করে হাসছে।
এতে ওর সুন্দর্য অনেকাংশে বেড়ে গেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। যদিও কথা বলে যাচ্ছি কলির সাথে। তবে আমার চোখ, মন, ধ্যান-ধারনা জুড়ে রয়েছে ঐ মেয়েটি। আমি হারিয়ে গেছি ঐ মেয়ের মাঝে।
ভাবছি ওর সাথে কথা বলবো। তবে কিভাবে? কি বলবো? ও কিছু মনে করবেনাতো? ও কোন ডিপার্টমেন্টে? কোন ইয়ারে ইত্যাদি ভাবতে ভাবতে কেটে গেল আরো কিছুটা সময়।
হঠাৎ দেখি ওরা তিনজন বেড়িয়ে যাচ্ছে একত্রে। এমতাবস্থায়, যে ছেলের সাথে এতক্ষন যাবৎ কথা বলছিলাম ও বলে উঠল “এই ...বালি! ঐ মেয়েটাকে তোমার কেমন লাগে? যাকে নিয়ে আমি কল্পনার রাজ্যে রাজ প্রাসাদ তৈরি করছি তার দিকে ঈঙ্গিত করে। ” নিশ্চিত হতে পূনরায় জিজ্ঞাসা করলাম “কোন কোনটা?” আরো জোরালোভাবে ও বল্লো ঐ ঐ মেয়েটা, যে চলে যাচ্ছে।
মনটা কেমন যেন হয়ে গেল। ওর সাথে আর কথা বলতে ইচ্ছে করছেনা। এতক্ষন যাকে অন্তরঙ্গ বন্ধু মনে হচ্ছিলো, সেই তাকে এখন চরম প্রতিদ্ধন্ধি বলে মনে হচ্ছে।
কলির সাথে বন্ধুত্বটা বেশ জমে উঠেছে। কারন হিসেবে নিয়েছি; যেহেতু ওর পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে সেহেতু ওর মনটাও আমার মনের মত হবে।
ওকে বলা হয়নি আজও ঐ ঘটনাটা। একদিন শুধু বলেছিলাম “কলি! তোমার সাথ বন্ধুত্বের কারনটা জানো? এর পিছনে চমৎকার একটি ঘটনা আছে। ও শুনাে জন্য অনেক আকুতি করেছে। আমি ওকে বলেছি “কোন এক বিশেষ ক্ষনে তোমায় বলবো ঐ ঘটনাটা......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।