আমার টিচারদের সাথে আমার রিলেশন প্রায় ক্ষেত্রেই বিষাদময় । আমার বিশ্ববিদ্যালয় লাইফের প্রথম সপ্তায় ইয়া মোটা একটা ম্যাডাম ক্লাস নিতে এলেন । যাইহোক প্রথমদিনই তাঁর সাথে আমার একটা তিক্ত তর্ক হয়ে গেল। তিনি কেলাসে আসার কিছু পর ছেলেদের ড্রেস আপ দেখে ভীষণ রেখে গেলেন । তখন ছিল জানুয়ারীর কনকনে ঠান্ডা ।
কয়েকটা ছেলে শার্ট এর উপর টি শার্ট পরে এসেছে । কিছু ছিল টিশার্ট এর উপর সব বোতাম খোলা শার্ট । একজন ছিল পান্জাবী পরা । কয়েকজনেয় ছিল মাথায় হুড সহ টি শার্ট । আরও নানান রকমেরড্রেস ।
ম্যাডাম বললেন ,উনার কেলাসে কোন রাস্তার ছেলে,বস্তির ছেলে ,রিকশাওয়ালা টাইপ ছেলে ,বখাটে মার্কা ছেলেএলাউ করবেন না । তাঁর ক্লাস করতে হলে শার্ট ইন করতে হবে.তবে দুই পকেটওযাটা শার্ট যেগুলে তৈরার একমাত্র উদ্দেশ্য বেশি বেশি করে ভিক্ষার টাকা রাখা যায় ,সেসব শার্ট হবেনা । নরমাল প্যান্ট ও শু পরে আসতে হবে ।
ঐ মহিলার কথা শুনে সব ছেলে গুলো রাগে ফিসফাস করতেছিল আর মেডামের আঠার গুষ্টি উদ্ধার করছিল । তখন ঐ মহিলা ধমক দিয়ে বলল ,এটা কি তোমাদের বস্তির আড্ডা নাকি য়ে এত নয়েজ করছ?কারো কিছু বলার থাকলে আমাকে বল ।
তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম ,জ্বি মেডাম । আমার কিছুকথা আছে ।
MA'M::তোমার নাম কি ?
ME:: foxtrotrima(actually i said my real name)
MA'M::আচ্ছা । এবার বল কি বলতে চাও
ME::মেডাম ,আমরা কি টাই পরে আসব ?
MA'M::মেডাম আমার প্রশ্নের উদদেশ্যবুঝতে পারেনি । তাই বললেন ,হ্যাঁ যদি ইচ্ছা হয় টাই ব্যবহার করবে ।
ME::ম্যাম ,কেমন টাই লাগাব ? নট ওয়ালা টাই নাকি গলায় রাবারের ফিতা দিয়ে বাঁধা টাই?
MA'M::এবার মেডাম একটু চিন্তিত হলেন । কি বলতে চাও তুমি ?
ME::না মেডাম ,আসলে কিন্ডারগার্টেন এর বাচ্চারাতো টাইয়ের নট বাঁধতেজানেনা তাই তারা ফিতাওয়ালা টাই পরে । তো ,আমরাও যেহেতু ঐ বাচ্চাগুলার মত শার্ট প্যান্ট ইন করব ,সো টাই যদি ব্যবহার করি তাহলে সেটাও তাদের মত করা উচিত না ?
MA'M::হোয়াট ননসেন্স !তুমি কি আমার সাথে ইয়ার্কি করছ ? তোমার ইয়ার্কি আমি ২ মিনিটে ছুটিয়ে দিব ।
ME::না মেডাম । আই এম সিরিয়াস
MA'M::মেডাম এত রেগে গেছেন যে তিনি চেয়ার থেকে উঠে আমার সামনে চলে এলেন ।
তারপর বললেন,কোন কলেজ থেকে আসছ ?আমারতো মনে হয় না তুমি কোন কলেজ থেকে আসছ ।
ME::জ্বি মেডাম ,আমার কলেজটা আসলে কোন কলেজই না । আমার মনে হয় ওটার সরকারি অনুমতিও নাই ।
MA'M::এবার মেডাম আমাকে ঠাস করে একটা চড় মারলেন । আর রাগেরচোটে চরম বকাবকি করতে লাগলেন ।
ME::আমি বললাম ,থেংক ইউ ম্যাম ।
MA'M::হোয়াট ডু ইউ মিন ! আবার একটা চড । তারপর বললেন ,গেট আউট অভ মাই ক্লাস ,রাইট নাউ,ইউ ব্লাডি হেল ।
ME::ওকে ম্যাম । বাট আই কান্ট গেট আউট রাইট নাউ ।
আমার এখনো এটেন্ডেন্স দেয়া হয় নি ।
MA'M::এবার মেডাম আমার দিকে তীব্র কটাক্ষ হানলেন ।
আমি আর কি করব ,তখন ক্লাস থেকেবের হয়ে গেলাম । এরপর থেকে এই পর্যন্ত আর কখনো ঐ মহিলার ক্লাস করিনি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।