আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ...

আধা পাগলের লেখা লেখি... হয়তো শুধুই মস্তিস্ক বিকৃতি... রাত ৯টা বেজে ৩মিনিট... মোবাইল নষ্ট... সেটা ঠিক করতে দিয়ে দোকানের সামনে দাড়িয়ে আছি... এক লোক ৪বছরের একটা বাচ্চা নিয়ে এল, তার বাসার মোবাইলটা নষ্ট সেটা ঠিক করতে দিয়ে গিয়েছিল... লোকটা পাশে এসে দাঁড়ালো... লোকটা কথা না বলে দোকানের এক স্টাফকে ইশারায় কিছু জিজ্ঞসা করলো, সেও একই ভাবে রিপ্লাই দিল... বুঝলাম লোকটা কথা বলতে পারে না... তার বাচ্চা মেয়েটাও একই ভাবে তার বাবার সাথে ইশারায় কথা বলল... বিস্ফোরিত চোখে আমি তাকিয়ে রইলাম... বাচ্চা মেয়েটা এত সুন্দর অথচ সে কথা বলতে পারে না ! কথা বলতে পারে না এমন মানুষ এর আগেও দেখেছি কিন্তু এত ছোট কখনো কাউকে দেখি নি... মেয়েটা তার বাবার হাত ধরে রাস্তা পার হয়ে একটা আইস্ক্রিম এর দোকান থেকে আইস্ক্রিম কিনে চলে গেল... ভাবেন তো এই দুইটা মানুষের কথা?? মেয়েটা কোনদিন বাবা বলে ডাকতে পারবে না, লোকটা কখনো তার মেয়েকে নাম ধরে ডাকতে পারবে না... এদের চেয়ে কি আপনার দুঃখ বেশি??? মানুষ ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয় জানি না... কিন্তু পাশে থাকা মানুষটার নিরবতা কিংবা কাছে থেকেও মন থেকে দূরে থাকা অনেক বেশি কষ্টের... ভালবাসা মানে কি?? শুধুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড?? সে হাত ধরে হাঁটবে, পাশে থাকবে, কারনে অকারনে ফোন দেবে, এটাই কি ভালবাসা??? আমি বলবো ছাই এগুলো, এই গুলো মাত্রাতিরিক্ত আবেগ ছাড়া কিছুই না, মানুষ যখন মারা যায় সবাই কাঁদে... যতটা না কষ্টে কাঁদে তার চেয়ে বেশি হল লোক দেখান সে অনেক বেশি কষ্টে পাচ্ছে !! আমার কিছু পোস্ট দেখে কেউ বলে ভাই আমিও আপনার মত কষ্টে আছি, কিছু দেখে বলে ভাই আপু অনেক লাকি, আপনাদের রিলেশন টিকে থাকুক !! ঘটনা কিছুই না, আমার লেখার কাজ আমি লেখি এর বেশি কিছুই না... কথায় কথায় ভালবাসি বললে তার দাম থাকে না, বিরিয়ানি খেতে মানুষ পছন্দ করে কিন্তু পান্তা না... কেউ একজন ছেড়েই গেলেই দুনিয়া শেষ এটা কেমন ভাবনা চিন্তা?? অনেকেই আমাকে তাদের প্রবলেম জানান, আমি সমাধান করার কেউ না, যে করার সে হল আপনি... ও কেন ফোন ধরে না? ও কেন কল দিল না?? এই ধরনের ফালতু বিষয় নিয়ে অনেক ব্রেক আপ দেখসি, ইভেন টা সুইসাইড এটেম্পট পর্যন্ত গড়াইছে... একটা ফোনকল যদি আপনারা ভালবাসাকে দুমড়ে মুচড়ে দেয়, তবে কি ভালবাসলেন?? কেন অন্যকে বুঝতে চান না?? তার সমস্যা হতেই পারে... কেন বার বার নিজের কথাই ভাবেন? সবসময় দেখি আপনারা লেখেন আমার জীবন টা যদি এমন হত...অমন হত... কেউ একবার চেষ্টা করছেন অরকম করার জন্য??? যাদের সাথে নিজের জীবনের তুলনা করছেন তার ব্যপারে কতটুকু জানেন?? আপনার কোন ধারনাই নাই সে কি ফেস করে আসছে বা করছে !! আপনি জানেন ই না তার জীবনে কত কষ্ট আছে... যে বাচ্চাটার কথা বললাম তাকে দেখলে যে কেউ ই বলবে আমার বাচ্চাটা যদি এমন হত !!! কোন ধারনা আছে কি?? ওই বাচ্চাটা কথা বলতে পারে না?? তখন কেমন লাগবে?? অন্যের সাথে নিজের জীবনের তুলনা ছেড়ে দেন কষ্ট কমে যাবে, কেন বার বার অতীত টাকে বর্তমানে নিয়ে আসেন?? কেন এত কষ্ট পান? যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে ভেবে কি হবে?? এই ছোট্ট জীবনে কেন এত দুঃখ কষ্ট রাখছেন?? কেন?? ওই একটা মানুষ ই কি সব??? অন্যের সাথে নিজের জীবনের তুলনা ছেড়ে দিন, তাদের সম্পর্কে জানেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন... চলার পথে আসে পাশের মানুষ গুলোর দিকে একটু তাকান, দেখবেন কত ভালো আছেন... এরপর ও যদি আপনার এত দুঃখ থাকে আর কিছু বলার নেই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।