আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ !

কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আমাকে !
চারিদিকে শুধু আজ হাহাকার চলিছে এক নিরব দূর্ভিক্ষ ধেয়ে আসছে অশান্তির কালো ছায়া ঠিক সে মূহুর্তে কিনা ভিনদেশীদের পদ লেহনে ব্যস্ত আমার দেশের সরকার। ৭১ রে তাড়িয়েছি পাকিদের স্বাধীন ভাবে বাঁচার আশায় নাহ ! মুক্তি মেলেনি তার পরেই ঝাপটে ধরেছে বিশাল দেহি জোঁক রক্ত চুষে চুষে খাচ্ছে আমাদের। ফেলানীর লাশ ঝুলে আছে কাঁটা তারে ঝুলে থাক কার কি আসে যায় তাতে !! সে আমার বোন তার জন্য আমার মন হু হু করে কেঁদে উঠে বারে বারে তোমাদের কাছে একটাই আর্তনাদ ছেড়ে দাও আমাদের আর সইতে পারছি না আর না হয় বলো করেছি আমরা, কি এমন আপরাধ !!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।