আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

এপিটাফের বদ্ধ শয্যা হঠাৎই ভেঙে খানখান, মোহের লালসামাখা বৃত্তের সূর্যালোকে অপরাহত যোদ্ধার চোখ ধাঁধায়। ভালোবাসার লাল লাল ছোপ আর ঝাঁঝরা হয়ে যাওয়া পিঞ্জর; অবাধ্য রুক্ষতায় দাঁড়িয়ে অবাক হয়! চতুর্দিকে সেই হায়োনারই ভয়াল পদচারণ; পুনর্বার যেন একঝাঁক বুলেট বিদ্ধ তার শরীরে। মুষ্টিবদ্ধ সোচ্চার কণ্ঠে ছিল গণতন্ত্র; যে আজ বন্দী ফ্যাসীবাদী কারাগারে। তেজোদ্দীপ্ত স্লোগানে ছিল ধর্মনিরপেক্ষতার ডাক; নির্মমতায় মাথা ঠুঁকছে সাম্প্রদায়িক শিবিরে। বুকপেতে দেয়া তাজা রক্তস্রোতে ছিল জাতীয়তাবাদ; নারায়ে তাকবী'র ডাকে মাটি কাঁপছে! শোষণমুক্তির সাহসী মৃত্যুর সমাজতন্ত্র; তাহের-সিরাজ-ভাসানী ঝরাপাতা হয়ে ঝরে! স্টেনগান নয়; ফুটো থালা হাতে পরাহত যোদ্ধা ব্যস্তময় সভ্যতায় প্রহর গোণে ... আর একটি নতুন এপিটাফের আশা, আর একটি কংক্রীটের শয্যা আবার শীঘ্রই গড়ে উঠবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।