আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ..........



চারিদিকে অনেক পূর্ণতার মাঝেও একাকীত্ব ও শূণ্যতায় ভূগি আমি মনেতে অবাধ বিচরণ সত্ত্বেও মনে হয় যেন নেই তুমি । । চেয়ছিলাম ভাল বন্ধু হতে হয়তোবা আমিই পারি নি ব্যর্থতা-গ্লানি সবই আমার তোমার তো দোষ দেই নি। । মনেতে একটা দোলা দেয় শুধু মাত্র এটুকু জানি যখন দেখি তোমার ওই চির-চেনা,হাসি-মুখখানি।

। কিসের এত রাগ, এত অভিমান যার জন্য কাঁদাও আমায় চাতকের মত চেয়ে থেকেও দাও না এতটুকু সময়। । জীবনের আনেকটা পথ একাই দিলাম পাড়ি আস না বাকিটা পথ চলি একে অপরের হাত ধরি। ।

সত্যি কথা বলতে কি অনেক মিস্ করি তোমায় বড্ড বেশি মিস্ করি আবার কি পাব না সে সময়। । ...........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।