আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।

আকাশপানে দৃষ্টি আমার । কানে আসে ধরনীর ক্রনদন ... ফিরে আয় আমার কাছে । দৃষ্টি আমার সবুজ পাহাড়ে ।

কানে আসে সাগরের গর্জন... ফিরে আয় আমার অসীমতায় । দৃষ্টি যখন জ্বালাময়ী সূর্যের প্রখরতায় । কানে আসে সবুজ বৃক্ষের আহব্বান... ফিরে আয় মার শীতলতায় । আগুনের তীব্রতায় যখন আমি দ্বগ্ধ । জলের আলিঙ্গনে আমি... হই নাকো নিঃশেষ ।

চারপাশের নিষঠুরতায় যখন আমি অমানুষ । কানে বাজে আত্মার আর্তচিৎকার....... চলো ভালবেসে আবার হই মানুষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।