আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

গোধূলির আলোয় মুখরিত চারপাশ। শেষ বিকেলের এই মন খারাপ করা আলোয় ঘুমিয়ে আছো তুমি এক নিষ্পাপ শিশুর মতো। তোমার শিয়র পানে, আমি একা বসে আছি। মনে বড় সাধ হয় - তোমার মাথাটা কোলে তুলে নিতে। ইচ্ছে করে - হাত বুলিয়ে দিতে, তোমার রেশমি কোমল চুলে।

কপাল মাঝে এঁকে দিতে সাধ হয় - গভীর পবিত্র এক চুম্বন। তুমি কি ঘুমের ঘোরে টের পেয়েছো আমার আগমন ধ্বনি ? আমার প্রাণের আকুলতা ? খুব জানতে ইচ্ছে করে... আমি কিন্তু স্পষ্ট দেখতে পাই - তোমার ঘুমন্ত মুখের স্নিগ্ধ একটি হাসি। অনুভব করি তোমার চোখের আকুলতা। ঝিরঝির বাতাস এসে ছুঁয়ে যায় আমাদের। মনের গভীরে খুঁজে পাই তোমাকে, তোমাকে আগের মতো জড়িয়ে ধরার স্বাদ।

হঠাৎ, তোমার আকস্মিক নড়ে-চড়ে ওঠা আমায় সচেতন করে তোলে। একি! তোমার চোখে পানি কেন? তুমি কি ঘুমের ঘোরে কাঁদছো? তবে কেন আমার হৃদয়ে রিমঝিমিয়ে ওঠে তোমার কয়েক ফোঁটা কষ্ট ! আলতো করে,ঘুমের ঘোরেই আমার দিকে তুমি হাত বাড়িয়ে দিলে। কিন্তু কি করবো আমি! তুমিই বলো! আমি যে আজ অনেক অসহায়। সাধ থাকলেও আজ তোমার হাতটি ধরার সাধ্য যে আমার নেই... তাই,আমার নি:সঙ্গতাটাকে পুঁজি করে, অথবা হয়ত: আমারই মত কোন এক প্রিয়জনকে হারানোর গভীর শোকে, কাছেই কোথাও এক নিস:ঙ্গ ডাহুক আর্তনাদ করে ডেকে ওঠে হৃদয় করুণ সুরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে… গোধূলির আলোটাও ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

তোমাকে একা রেখে এবার আমার ফিরে যাবার পালা. ঠিক,যেমনটি করে একদিন তুমি ফেলে এসেছিলে আমায়। এক অসহ্য নীল বেদনায় আমি ডুকরে কেঁদে উঠি । গভীর মমতার এক নিঃশব্দ আর্তনাদে তোমার নাম ধরে বিলাপ করে ডাকি- “জুঁথী” ...... “জুঁথী”...... “জুঁথী”.................... আকাশে বাতাসে বার বার প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছেই ফিরে আসে এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া আমার অনেক প্রিয় একটি নাম। এরপর…. এক বুক হাহাকার সঙ্গে নিয়ে ঘরে ফিরতে হয় আমায়, ফিরে আসতে হয় এক কঠিন বাস্তব পৃথিবীতে। ফিরতি পথে ঝাপসা চোখটি আবার থেমে যায় মর্মর পাথরে খচিত এক বর্বর স্মৃতি ফলকের নির্মম সত্যতায় - এখানে চিরতরে শায়িত আছে, আমাদের প্রাণ প্রিয় ছোট কন্যা - রেদোয়ানা মফিজ (জুঁথী) জন্ম - ৬ই নভেম্বর, ১৯৯০ ইং মৃত্যু - ২৩ শে অক্টোবর, ২০০৯ ইং ।

" *** (জুঁথী কোন কাল্পনিক চরিত্র নয়। আমার অনেক আদরের ছোট বোনের নাম জুঁথী। আজ জুঁথীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমার এই কবিতাটি জুঁথীকে উৎসর্গ করলাম। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।