আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

যুদ্ধাপরাধীদের বিচার চাই নিজের ছায়া দেখে মাঝে মাঝে চমকে যাই আমি, নিজেকে চিনতে ভীষণ কষ্ট হয়। আয়নার মাঝে কুৎসিত একটা মুখ ভয়ানক বিভৎস সে মুখের দিকে তাকিয়ে মনে হয়, এতো সেই চেনা আমি নই। অচেনা এই মৃত দেহের, না থাকে কথা, না থাকে অভিমান লাশের অশ্রু কেউ দেখেনা শুধু শশ্বানের ডাক আর বৃথা ছন্দপতন। আমি!! সেতো কবেই মরে গেছি, এখন মৃত জীবনের সাথে বিষাদ সিন্ধু খেলা। কে যেন বলেছিল, ''তুই বিষ খেয়ে বিদায় হবি'' বিদায় হওয়া !! এত যদি বল থাকতো মনে, বিষের নীলে কবেই হতাম ''দাঁড়কাক'' আমি। আজ বিকেলে বিদায়ের মঙ্গলধ্বনি শুনতে পেয়ে, বুঝতে পারি ফুরিয়েছে দিন। এখন শুধু বৃথাই আশা যাওয়া আর আপন শবদেহের সামনে বসে নিঃশব্দ চিৎকার!! শবদেহ কি শুনতে পায় আর্তনাদ সুখের পায়রার ? ফারজানা কবীর খান (স্নিগ্ধা) বিঃ দ্রঃ ছবিটি তুলেছেন : আফরোজা সোমা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।