আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

মাথা খালি :(

তুমি চলে গেছ তবু শুন্যতা নেই সেখানে। শকুন শকুনীদের জয়োৎসব চিৎকার অবিরাম ঠোকর আর যন্ত্রনায় ভরে গেছে তা। তার হাতে রয়ে গিয়েছিল তোমার স্পর্শ করা এক তোড়া গোলাপ এখনো সে হাতে লেগে আছে পোড়া মাংশের দূর্গন্ধ। বুক পেতে দিয়েছিল ভালবাসায়। নাভী পরযন্ত চিরে ফালা ফালা হয়ে গেছে তার। সেখানে জ্বলজ্বল করছে... দগদগে ঘা। টুপ... টুপ... টুপ... ছন্দে টেবিলের কাচের উপর পড়ে রক্তের কালচে ফোটা। ভালবাসার কাচা মাংশ ছিড়ে খায় বুভূক্ষু কুকুরেরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।