আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ...

স্বপ্নবাজ

চলতে চলতে পথে কখনো সময় হলে, হোক সে দিনে-রাতে বসে আবার যেও চলে, ভুলে যেওনা কখনো আমার কথা, ভুল বুঝোনা কখনো আমার নীরবতা.... রাত্রি গভীর হলে চাঁদ আসে নিজের মতো, ইচ্ছেমতো জ্বলে পারেনা মুছতে ক্ষত, ভুলে যেওনা কখনো আমার কথা, ভুল বুঝোনা কখনো আমার নীরবতা.... প্রতিদিন সকাল আসে দেখিনা আলোর ঝলকানি, অশ্রুধারা নিরবে হাসে গাল বেয়ে নেমে আসে পানি, ভুলে যেওনা কখনো আমার কথা, ভুল বুঝোনা কখনো আমার নীরবতা.... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।