আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

জল ভাঙছে দ্যাখো... জল কি ভাঙে? শব্দ শোনা যায়, কাঠ পোড়ে, চিতায় পোড়ে দেহ। কে পোড়ায় আগুন? আগুনও পোড়ে নাকি? আগুন দ্যাখেছো পোড়া কাঠে, দেয়াশলাইয়ে মনও নাকি পোড়ে, মনও নাকি জ্বলে- দাউদাউ। সেতু ভেঙে গেছে- বুড়িয়ে যাওয়া সেতু সম্বন্ধহীন নদীর দু্থপাড় চেয়ে থাকে করুন। মনও নাকি ভাঙে- ভাঙে নাকি? সেতুটা কোথায়? জল কি ভাঙে, চোখের দু্থপাশ উপচে পড়ে নাকি? মনের নদে জোয়ার আসে, ভাটায় মরে যায় মন। ওখানে কি জল ভাঙে? আগুন দ্যাখেছো কখনো দাউদাউ করে জ্বলছে পোড়াচ্ছে তোমাকে - আমাকে তোমাতে - আমাতে? জলের ভাঙন দ্যাখেছো কখনো খুঁজেছো কারণ?? -------------------- -- রিয়াজ উদ্দিন ০৫ ফেব্রুয়ারি, ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।