আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

Momota Jahan

আমি ঘুমহীন, কেঁদে ফিরি রাতের কাছে। রাত বলে, আমারই আনন্দ জেগে থাকাতেই। কিছু আলোর, পরশ চাই দিনের কাছে। দিন বলে, ক্লান্তির ছোঁয়াযে তোমার চোখেই। মনেরই মত, রং চাই আমি আকাশের কাছে।

আকাশ বলে, আমি-ই যে নীল শুধু বেদনার নীলেই। আমি হাত পেতে, সুখ চাই দুঃখের কাছে। দুঃখ আমায় বলে, দুঃখিত আমি যে নিজেরই দুঃখেই। বুকভরা, শ্বাস চাই আমি বাতাসের কাছে। বাতাস হেসে বলে, দীর্ঘশ্বাস আছে তোমার বুকেই।

আমি চিৎকার করে, মৃত্যু চাই জীবনের কাছে। জীবনই কেঁদে বলে, তুমিতো মৃত অনেক আগেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।