দৃষ্টিসীমার সংকীর্ণতা্য় বাধাপ্রাপ্ত উন্মুক্ত চিন্তাধারা
পথহারা পথপ্রদর্শকের দেখানো ভূল পথের
আঁধার তাড়াতে আলোক উৎস হয় বারুদ
যার ধোয়াশা শুধুই ত্বরান্নিত করে ধেয়ে আসা রাতকে
বিষ্ফোরণের আ্ওয়াজে ফাটোল দরে নীলে
জোয়ার আসে আবার মৃত নদীর বুকে, রক্তের
আক্রোশের রোষনলে বিদগ্ধ দু'চোখের অশ্রু
কখনও নেভাতে পারেনি, কখনও পারবেও না
শত বর্ষজীবি এ অহংকারী অনীর্বাণ শিখা
যার জ্বালানী হয় অন্য কারো পাপে পাপী শহীদ দেহ
সংখ্যা হয়ে বেঁচে থাকে ইতিহাসের স্বেচ্ছাচারী মিথ্যায়
আর সাজানো মঞ্চের তর্কযুদ্ধে আত্মতৃপ্তি কাপুরুষের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।