আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ

চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!

অনেক দিন থেকে বাড়িতে বসে আছি, কেন আছি বুঝতেই পারছেন-আমার ক্লাস বন্ধ(অনির্দিষ্টকাল) । তাই এই কবিতা লেখার চেষ্টাঃ একঘেয়ে, উদ্যোমহীন, বিরক্তিকর একটা জীবন আমি স্বাভাবিক জীবন ফিরে চাই। আবার আমি ব্যস্ত হতে চাই। ঘুম তেকে উঠে ব্যস্ততা চাই, ঘুমাতে যাবার আগেও ব্যস্ততা চাই। আমি আমার ক্লাস করতে চাই।

ক্লাস করতে করতে ক্লান্ত-অবসন্ন হতে চাই। স্যারদের ঝাড়ি অনেক দিন মিস্ করি আর মিস্ করি- ক্লাসে বসে থাকা আমার কোন সহপাঠীনীর কপট হাসি, দেখে না দেখার ভনিতা আমি আবার শুনতে চাই তাদের সেই কপট উচ্চারন । অনেক রাত পর্যন্ত আমি জেগে থাকতে চাই। আমি ফিরে চাই পেপার রুমের নিরবতা, টিভি রুমের ফুল ভলিউম আর ডাইনিং এ ঝোলের মধ্যে ডুবে থাকা এক পিস্ মাংস । কতদিন কত প্রিয় মুখ দেখিনা- কতদিন পদ্মার চর দেখিনা হাঁটিনা প্যারিস রোডে অথবা পশ্চিম পাড়ায়।

আর কত দিন লিখিনা somewhereinblog.net এর জন্য আমি আবার নিয়মিত লিখতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।