আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের লাভ ও আস্তিকের লাভ

.............সুন্দর দিনের আগামী। নাস্তিকের বিশ্বাসঃ ১. সৃষ্টিকর্তা বলে কিছু নেই। ২. মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ। ৩. পরকাল, হিসাব নিকাশ, বেহেস্ত বা স্বর্গ ও দোজখ বা নরক বলতে কিছু নেই। অপরদিকে আস্তিকের বিশ্বাসঃ ১. সৃষ্টিকর্তা অবশ্যই আছেন।

২. মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ নয়। ৩. পরকাল, হিসাব নিকাশ, বেহেস্ত বা স্বর্গ ও দোজখ বা নরক এগুলো বিদ্যমান এবং এগুলো ঘটবে। এখন নাস্তিকের কাছে আমার কিছু প্রশ্নঃ ১. আপনার বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে যেমন আপনার সবকিছু যেমন শেষ ঠিক তেমনি আমি আস্তিক হলেও আমারও সব কিছু শেষ হয়ে যাবে মানে আত্মা বলতে কিছু থাকবে না এবং বিচার আচার কিছু হবে না। ২. আপনার ধারনা অনুযায়ী সকল আস্তিকের ধর্ম বিশ্বাস ভুল এবং আমরা আফিমের নেশার চেয়েও ক্ষতিকর একধরনের নেশায় ডুবে আছি। ৩. এবং আপনার বিশ্বাস অনুযায়ী আমি যদি এই ভুল ধর্মবিশ্বাস (আপনার মতে) লালন পালন করে মারা যায় তাহলে আমার কোন লাভ নেই কারন মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাচ্ছে।

ঠিক যেমন আপনার ও সবকিছু নেই হয়ে যাচ্ছে। মানে দাড়াচ্ছে এইযে আমি আমার ধর্ম বিশ্বাস নিয়ে এবং আপনি আপনার ধর্ম অবিশ্বাস নিয়ে মারা গেলেও ফলাফল একই। ৪. আপনারা বলে থাকেন যে আমাদের ধর্মবিশ্বাস ভুল এবং আমাদের এটা ত্যাগ করা উচিত। ৫. এখন আমার প্রশ্ন হল আমি যদি আমার ধর্ম বিশ্বাস নিয়ে থাকি এবং ভাল কাজ (সমাজ সেবা, মানবতার সেবা, দান খয়রাত ইত্যাদি) করি তাহলে কোন লাভের আশায় আমি আমার বিশ্বাস ত্যাগ করবো??? কারন আমি আমার বিশ্বাস ত্যাগ করে তো আপনা ওখানে যেয়ে কিছুই পাচ্ছি না যেধানে এই পথে কিছু পাওয়ার আশা থাকে। ৬. আর আমি যদি আস্তিক হই এবং নেই সাথে খারাপ কাজ (চুরি করা, ঘুষ খাওয়া, দূনীতি করা ইত্যাদি) করি তাহলে আপনি তো আমাকে এই ভাবেও উপদেশ দিতে পারেন যে, ‘ভাই আপনার ধর্মেই তো আছে এগুলো খারাপ তাহলে আপনার বিশ্বাসের খাতিরে আপনি এই খারাপ কাজ গুলো বর্জন করা‘।

৭. তাহলে আমি এটা তো বলতে পারি যে আপনারা আপনাদের বিভিন্ন যুক্তি তর্ক দ্বারা আমাদের বিশ্বাস থেকে যে সরিয়ে আনতে চান তাহলে আদপে আমাদের কোন উপকার নেই (আপনি অবশ্য আমাদের লাইনে আসলে কিছু লাভের আশা অন্তত করতে পারেন)। ৮. ধর্মকে ভুল প্রমান করার জন্য কোন কোন তথ্য দেবার থেকে বা কটুক্তি করার থেকে আপনাদের বিরত থাকা উচিত। কোন আস্তিক যদি অন্যায় করে থাকে তাহলে আপনি তাকে বোঝান যে ভাই আপনি অন্যায় করেন না। তাকে অন্য কিছু বোঝানোর তো কোন মানে হয়না। এক কথায় আমি আস্তিকতাতে তো কিছু লাভ দেখতে পাই কিন্তু নাস্তিকতাতে কোন লাভ নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।