আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম সেটা হল "বিশ্বাস আর অবিশ্বাস"।
বিশ্বাস জিনিসটা কি? আর অবিশ্বাস জিনিসটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হল কোন কিছু না দেখে সত্য বলে মেনে নেয়া হল বিশ্বাস। আর চোখে দেখে সত্য বলে মেনে নেয়ার নাম প্রত্যক্ষ। যেমন উদাহরন হিসেবে বলা যায়, " একজন বন্ধু আমার কাছে কিছু টাকা ধার চাইল, এখন আমি যদি বিশ্বাস করি যে সে আমাকে ফেরৎ দেবে তাহলে আমি ধার দিব আর যদি বিশ্বাস করি যে সে আর ফেরৎ দিবে না তাহলে ধার দিব না। অর্থাৎ আমি যদি সত্য বলে মেনে নেই সে ফেরৎ দিবে তাহলে দিব, আর যদি সত্য বলে মেনে নেই যে ফেরৎ দিবে না তাহলে দিব না।
সোজা কথা বিশ্বাস করলে দিব আর অবিশ্বাস করলে দিব না। তার মানে অবিশ্বাসটাও একটা বিশ্বাস। কারন আমি জানিনা সে ফেরৎ দিবে কিনা"।
তেমনি আল্লাহ আছে বলে বিশ্বাস করাটা হল আস্তিকতা আর নাই বলে বিশ্বাস করাটা নাস্তিকতা। তাই আল্লাহর অস্তিত্ত্ব নাই এটা হল নাস্তিকদের বিশ্বাস মাত্র।
আর যদি তারা বলে যে আমরা না দেখে কোন কিছু সত্য মনে করি না তাহলে এটা তাদের ভন্ডামী ছাড়া আর কিছু নয়। কারন মানুষকে বেঁচে থাকতে গেলে অনেক কিছু জিনিস বিশ্বাস করতে হয়। যেমন মানুষ দেখেনি তার জন্মদাতা কে? মায়ের কথা বিশ্বাস করে বাবাকে বাবা জানে। তাহলে এবার নাস্তিক ভাইদের বলতে চাই, "তোমরা বিশ্বাস করে তোমাদের বাবাকে জন্মদাতা বলে মেনে নিতে পারো, আর যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন তাকে স্রষ্টা হিসেবে মেনে নিতে পারলে না !!!!
Very strange!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।