আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের ভুল!!



এক নাস্তিক বিশ্ব ভ্রমন করে ফিরেছে, রাস্তার একজন মৌলানার সাথে দেখা। - কি খবর হে মৌলানা? = ভাল! আপনি ভাল? - আর আমাদের ভালো থাকা, বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমন করে এলাম অনেক অভিজ্ঞতা হলো কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর পেলাম না। = তাই নাকি? তা কি প্রশ্ন আমি কি শোনতে পারি? - আপনাকে বলে আর কি হবে? অনেক বড় বড় বিজ্ঞানী, জ্যাতিষী, কামার, কুমার দিতে পারলো না আপনি আমার কি পারবেন? তাও যখন বলছেন তখন বলেই ফেলি। আপনি আমাকে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কি না দেখেন? প্রশ্ন ১। আল্লাহ বলেছেন- জ্বীন এবং মানুষের বিচার হবে এবং যারা আল্লাহ কে মানে না তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।

আমার প্রশ্ন হলো- জ্বীনও তো আগুনের তৈরী তাহলে আগুন কিভাবে আগুন কে পোড়াবে? প্রশ্ন ২। যারে দেখি না তারে বিশ্বাস করি না। যদি আল্লাহ থাকতো তবে দেখতে পেতাম তবেই বিশ্বাস করতাম সেই জন্য বলি আল্লাহ বলে কিছুই নেই। আপনি কি কোনভাবে আমাকে বিশ্বাস করাতে পারেন? মৌলানা ছিলেন খুবই রাগি মানুষ সাথে সাথে একটু টুকরো বড় রকমের ইটের টুকরো হাতে নিয়ে সজরো মারলেন নাস্তিকটার মাথায় সাথে সাথে মাথা ফেটে গেলো। নাস্তিক দৌড়াতে লাগল, সোজা আদালতে কেস করে দিল মৌলানার উপর যথারীতি আদালত থেকে মৌলানার নামে নোটিশ জারী হলো এবং নির্দিষ্ট তারিখে মৌলনা সেই ইটের টুকরো নিয়ে আদালতে হাজির হলো।

জজ জানতে চাইলেন বিস্তারিত, নাস্তিক একে একে সব ঘটনা খুলে বলল। জজ মৌলানাকে জিজ্ঞেস করলেন নাস্তিক কি সত্যি বলেছেন। মৌলানা সায় দিলে তিনি সত্যি কথাই বলেছেন। জজ বললেন- উনি যদি সত্যি বলে থাকেন তবে কেন আপনি উনাকে আঘাত করেছেন। মৌলানা বললেন- উনি আমার কাছে দুটি প্রশ্নের জবাব চেয়েছেন আমি জবাব দিয়েছি।

-কিভাবে জবাব হলো আপনি কোর্টকে বিস্তারিত খুলে বলুন। = উনার প্রথম প্রশ্ন ছিল- জ্বীনও তো আগুনের তৈরী তাহলে আগুন কিভাবে আগুনকে পোড়াবে? মহামান্য আদালত এই ইটের টুকরো দিয়ে আমি ওনাকে আঘাত করেছি আপনি বলুন এই ইটের টুকরো কিসের তৈরী অবশ্যই মাটির তৈরী আর যদি তাই হয় তাহলে মানুষও তো মাটির তৈরী মাটি দিয়ে মাটিকে আঘাত করেছি উনি ব্যথা পেয়েছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন আগুন তৈরী রেখেছেন যে আগুনের তৈরী জ্বীনকেও পুড়াতে পারে আর যদি ব্যথা না পেয়ে থাকে আমি আরেকবার মারি দেখেন ব্যথা পায় কি না? নাস্তিক সাথে সাথে বলল- না না আমি সত্যি ব্যথা পেয়েছি এবং মেনেও নিয়েছি। আর ২য় প্রশ্নের উত্তর? = ২য় প্রশ্ন ছিল- যাকে দেখিনা তাকে বিশ্বাসও করি না। আমার উত্তর আমি যে উনাকে ইট দিয়ে আঘাত করেছি উনি ব্যথা পেয়েছেন এখন উনি দেখান ব্যথা কি জিনিস এটাও তো দেখা যায় না তাহলে ব্যথা বিশ্বাস করেন কেন? সামান্য ব্যথা দেখার ক্ষমতা আমাদের নেই সেখানে সেই মহামান্য প্রতিপালক কে দেখার দুঃসাহস করি কেমন করে? ব্যথা আমরা অনুভব করি তেমনি আল্লাহ কে অনুভব করতে হয়ে বিশ্বাস করতে হয়।

নাস্তিক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলো এবং কেস তুলে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিল। (ভাই এটাকে একটা গল্প মনে করে যার ইচ্ছে পড়েন যার ইচ্ছে নাই পড়বেন না এবং যাদের ইচ্ছে কমেন্ট করবেন যাদের ইচ্ছে নেই করবেন না দয়া করে গালাগালি দেবেন না অনুরোধ রইল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।