আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের আস্তিক গুরু

আমরা করবো জয়

উনি একজন নাস্তিক, একজন শিক্ষক, একজন যুক্তিবাদী, একজন দাশর্নিক, একজন সুবক্তা এবং একজন পেশাদার অসত্য ভাষণকারী কিন্তু দেশপ্রেমিক! উনি একটি কাল্পনীক চরিত্র। হঠাৎ একরাতে উনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি তাঁর জন্য খুবই বিব্রতকর। দেখলেন উনার শিয়রে ধবধবে পাজামা-পাঞ্জাবী আর সাদা টুপি পরা সাফেদ দাড়িওয়ালা সুফিটাইপের একজন লোক দাঁড়িয়ে আছেন। সুফির মুখে মৃদু হাসি।

উনি ভাবলেন তাঁকে হেদায়েত করতে হয়তো শেষ নবী তাঁর শিয়রে দাঁড়িয়ে আছেন। উনি তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে অশুদ্ধ উচ্চারণে ছালাম বললেন। সুফি হাত ইশারায় তাকে অভয় দিলেন। উনি সুফিকে প্রশ্ন করলেনঃ - আপনিকি নবী মুহাম্মাদ? - না বৎস আমি একজন ব্যবসায়ী। - ব্যবসায়ী! দেখতেতো আপনাকে সুফি সুফি লাগে।

- ঠিকই ধরেছ বৎস! এটাই আমার পূঁজী। - কিসের পূঁজী? - ব্যবসার। - আপনার ব্যবসাটা কিসের? - ধর্মের। উনি এবার চিন্তিত হয়ে ভাবতে থাকেন, "ধর্ম নিয়েতো আমিও ব্যবসা করি। ধর্মের নামে উল্টা পাল্টা কথা বলে আমিওতো টু'পাইস কামাই করি।

উম - - ধর্ম নিয়ে ওনার কি টাইপের ব্যবসা?" - আচ্ছা! আপনার ব্যবসার ধরনটা কি? - পজেটিভ ওয়েতে ধর্ম বেচি। - মানে আস্তিকদের সাথে বানিজ্য? - ঠিক ধরেছ বৎস। মানে আমরা দু'জন মূদ্রার এপিঠ আর ওপিঠ। - তা আপনি আমার কাছে কি মনে করে? - কিছুদিন ধরে ব্যবসাটা মন্দা যাচ্ছে। রাজপথ নিথর হয়ে গেছে।

কোন আন্দলোন নেই। দাঙ্গা নেই, মারামারি নেই, মিছিল-মিটিং বন্ধ। ইনকাম একদম শুন্যের কোঠায় ঠেকার অবস্থা। - তা আমি কি করতে পারি? - তেমন কিছু না; ইসলাম বা নবীকে নিয়ে কটুক্তি করে একটা লেখা লেখো। সেটা নিয়ে আমরা আন্দোলন করি।

আর আন্দোলন মানেই পয়সা। - কিন্তু - - - আন্দোলনে যা ইনকাম হবে তুমি ঘরে বসেই তার অর্ধেক পেয়ে যাবে। - আপনি আসলেই একজন পাকা ব্যবসায়ী। - সে কারনেই তো পক্ষ-বিপক্ষ কোন সরকারই আমার কিছুই করতে পারলনা। ভিনদেশী হয়েও তোমাদের দেশে ট্যাক্স-ভ্যাট ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছি।

- আজ থেকে আমি আপনাকে আমার গুরু মানলাম। আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, জনাবে আলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।