আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের দেশে পোপ

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে... কিউবায় পৌঁছেছেন পোপ। নাস্তিকের দেশে ষোড়শ পোপ বেনেডিক্ট লাইভ দেখুন। পোপের কিউবা আসার প্রধান উদ্দেশ্য- মিশনের উপর বিশ্বাসের পুনর্জীবন দান করা। নাস্তিকতা থেকে দেশটি অন্তত ক্যাথলিক বিশ্বাসে পরিনত হবে এটা পোপের প্রত্যাশা। কিউবার প্রধান অনলাইন গ্রানমা সংবাদ করেছে, পোপের সফর বিশ্বের জন্য একটি শিক্ষা।

লিংক । কিউবাতে সাম্যবাদ ব্যর্থ হয়েছে মন্তব্য করে দেশটিতে নতুন অর্থনৈতিক মডেল তৈরিতে গির্জার সহায়তা গ্রহণের প্রস্তাব দিয়েছেন ষোড়শ পোপ বেনেডিক্ট। গত ২৩ মার্চ রোম থেকে মেক্সিকো ও কিউবাতে ছয়দিনের সফরে যাওয়ার সময় বিমানে বসে সাংবাদিকদের পোপ বলেন, “যেভাবে মার্কসবাদের জন্ম হয়েছিলো বাস্তবতার সঙ্গে যে তার আর কোনো মিল নেই সেটা আজ স্পষ্ট হয়েছে। ” এটা স্পষ্ট যে গির্জা সবসময়ই স্বাধীনতার পাশে, ন্যায়বিচারের পাশে, ধর্মীয় স্বাধীনতার পাশে রয়েছে এবং আমরা এ দিকে খেয়াল রেখেই কাজ করি। ” লিংক উল্লেখ্য পোপ হিসাবে প্রথমবার কিউবা পরিদর্শন করেন পোপ জন পল II ১৯৯৮ সালের জানুয়ারীতে ।

লিংক অট- হজ্বে যাচ্ছেন আসিফ মহিউদ্দীন শিরোনামে স্যাটায়ার লিখতে ইচ্ছা করছে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।