আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনী: এটি কি সার্বভৌমত্বের জন্য হুমকী

সার্বভৌমত্ব একটি পাখির ডানার মতো। পাখির সব কিছু থাকার পরও যদি ডানা না থাকে তাহলে পাখি উড়তে পারবে না। এটি সহজ সংজ্ঞা। তবে একটি দেশের সব আছে সার্বভৌমত্ব নেই তাহলে দেশের অস্তিত্বই নেই। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা , বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, বুদ্ধিজীবীদের বক্তব্য -অনেক কিছুতে মনে হচ্ছে যে সত্যিই বাংলাদেশের সার্বভৌমত্ব আছে কি নেই, আর থাকলেও তা কেবল সংবিধানের পাতায় -এ ধরনের প্রশ্ন কিন্তু উঠছে।

ভারতের বিভিন্ন পদক্ষেপ যা সার্বভৌমত্ব লংঘনের শামিল এরপর এবার সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনীর অবস্থান । এ বিষয়ে দেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীমহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সিরাজুল ইসলাম চৌধুরী, মনিরুজ্জামান মিঞা,মোজাফফর আহমেদ,মঞ্জুরুল আহসান খান,রাশেদখান মেননসহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনীর অবস্থানের প্রতিক্রিয়ায়- সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশবাসীকে অবহিত না করে বিদেশি সেনা মোতায়েন দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে । তারা মার্কিন সেনা দল মোতায়েনের তীব্র প্রতিবাদ করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

বাংলাদেশের রাজনীতিকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তার পথকে আরও প্রশস্ত করবে। তারা আরও বলেন, এ দেশের বীর জনগণ রক্ত দিয়ে পিন্ডির গোলামি থেকে মুক্তি ছিনিয়ে এনেছে নতুন করে ওয়াশিংটনের গোলাম হওয়ার জন্য নয়! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.