ইরান সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে পাশ্চাত্যের দ্বি-মুখী নীতির কঠোর সমালোচনা করেছে। জাতিসংঘে ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আলে হাবিব জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী এক বৈঠকে এই সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জনাব ইসহাক বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি মুজাহেদনীনে খালক নামে পরিচিত ইরানের সন্ত্রাসবাদী গোষ্ঠির নাম সন্ত্রাসী গোষ্ঠির তালিকা থেকে বাদ দিয়েছে এবং এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির বিষয়টি ফুটে উঠেছে। তিনি বিশ্বের সকল দেশকে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি বজায় রাখার আহবান জানান।#
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।