আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্যমান কৃষ্ঞগহবর(Visible Blackhole)

রাতের আকাশে আমরা অনেক তারা এবৎ গ্রহ দেখতে পাই। রাতের আকাশে যদি আমরা কৃষ্ঞগহবর দেখতে পেতাম, তবে ব্যাপারটা অনেক মজার হত। যারা কৃষ্ঞগহবর সম্পর্কে কিছুটা জানেন তারা আমার এই কথা গুলো পড়ে নিশ্চই হাসচেন। হাসারই কথা। কারন কৃষ্ঞগহবর দেখা যায় না।

কৃষ্ঞগহবরের উচ্চ আকষর্ণের কারনে এর উপর আপতিত কোন আলোক রশ্নি প্রতিফলিত হয়ে ফেরত আসতে পারে না। তাই কৃষ্ঞগহবর দেখা যায় না। তবে একটি কৃষ্ঞগহবর আছে যেটি রাতের আকাশে দেখা যায়। মহাশূন্যের একটি নক্ষএপূঞ্জ আছে যার নাম Cygnus. এই নক্ষএপূঞ্জে চারটি তারা মিলে একটি Cross গঠন করেছে যা আকাশে খুব সহজেই দেখা যায়। এই Cross টির ছবি নিচে দেয়া হল।

এই Cross এর বড় বাহুর মাঝখানের তারাটির নাম হচ্ছে Cygnus-X1. এই তারাটি হচ্ছে আমার ব্লগের প্রধান বিষয় । এটি আসলে একটি তারা নয়। এটি একটি Binary system. এতে রয়েছে একটি বৃহৎ নীল তারা(Blue Giant) এবৎ একটি কৃষ্ঞগহবর। এই নীল তারা(Blue Giant)টি খুবই কছে থেকে কৃষ্ঞগহবরটিকে প্রদক্ষিন করছে। এখন যদি আপনি রাতের আকাশে নীল তারাটিকে চিণ্হিত করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন, তার সাথেই একটি কৃষ্ঞগহবর আছে।

যদি নীল তারাটির দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি একটি কৃষ্ঞগহবরের দিকে তাকিয়ে আছেন, যা দেখা যায় না। একটি কৃষ্ঞগহবরের দিকে তাকিয়ে থাকা....ব্যাপারটি কল্পনা করতেই অনেক ভাল লাগে। বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো তা আমি জানি না, তবে আমার কাছে বিষয়টি খুবই রোমাঞকর, তাই ব্লগে লিখলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.