আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার দান

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি তুমাকে মারাত্তক রকম ভালবাসি।

আর,তুমি আমাকে শুধু অসহ্যিকর দুঃখই দাও। তবে,প্রিয়া এ কোন কঠিন কাজ তুমি আমার জন্য কর না। আসলেই কি এখনো তুমি আমাকে বড় দুঃখটি দিতে পাড়নি। তবে,তুমি জানলে ঠিকই বড় দুঃখটিই দিতে, আমার মৃত্য ঘটাতে। তবে,প্রিয়া আমি বেচেই মরে আছি।

যেন,আমি মৃত্যুর দেশেই আছি, হাবিয়া দুযখে আছি। আর এই দুযখের অপেক্ষা তুমার দুঃখের তেজ শতগুনে বেশী। যার সৃষ্টি প্রভূ করতে পাড়ে-নি। তুমি তার সৃষ্টি করে হয়েছ আমার প্রভূ। প্রিয়া,তুমি প্রভূর চেয়ে শ্রেষ্ঠ আমার এই নরক সৃষ্টিতে।

আবার,তুমি প্রভূ অপেক্ষা শতগুনে নিষ্ঠরও। কারণ,প্রভূ,অপরাধী-পাপীকে শাস্তি দেন পরকালে তার সৃষ্টি নরকে পুড়িয়ে। আর তুমি শাস্তি দাও তাকে যে তুমাকে ভালবাসে। আবার,প্রিয়া তুমি প্রভূর চেয়েও জ্ঞ্যানী বিচারের এই দিক থেকেও। তুমি শাস্তি দাও প্রকাশ্যে,বাস্তবে।

আর প্রভূ বিচার করেন পরকালে, যার আমি বিশ্বাস করি না, মিথ্যা মানী। তাই আমি মানী,তুমি অপেক্ষা আমার স্বর্গ-নরকের কেউ নাই,পূভূ নাই। তুমার দানই আমার স্বর্গ,নরক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।