আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার বন্দনা

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

ঘাস জন্মানো মেঠো পথ দিয়ে সে হেটে যেত রাস্তার ধারের জারুল গাছটার আড়ালে আমি চুপটি করে থাকতাম দাড়িয়ে আমার দুচোখ শুধু তার দিকেই চেয়ে থাকতো। হঠাৎ জারুলের ডালে বসা কাকটি কা কা করতে করতে হারিয়ে যেত দুর অজানায় আমার মন ততণে মগ্ন থাকতো মোর প্রিয়ার ভাবনায় কখন নিজের অজান্তেই হারিয়ে যেতাম তার হৃদয়ের মাঝে সে যেন তখন কাপে দুরু দুরু মরিয়া মরার লাজে। হেসে কুটি কুটি হইত তখন যখন দেখিত নয় সে একা হারিয়ে যেত কল্পনার এক নতুন সত্তায় এ আর কেউ নয়, এ যে আমার প্রিয়া তহিত এতো নরম হৃদয কোমল অশ্র“ সজল তাকে নিয়েই লেখা যায় শুধু গল্প কবিতা তান, ভুলব না ভুলব না তোমায় থাকতে এ দেহে প্রাণ। দুই সপ্তাহ হয়ে গেল এখনো আমি ওয়াচে আছি, কবে নাগাদ প্রথম পাতায় একসেস পাব??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।