আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার পদবী



নিষ্ঠুর তুমি পাষাণ তুমি কঠিন তোমার মন ৷ কতদিন গত হল চাইলে না জানতে আছি আমি কেমন ৷৷ নির্মম তুমি প্রতারণাকারিণী মনে নেই তোমার দয়া ৷ মিথ্যা কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বাড়ালে মিছে মায়া ৷৷ মায়াবীনি তুমি ডাইনী তুমি পাথর তোমার হিয়া ৷ আমায় ভালবেসে অবশেষে এসে অন্যকে করলে বিয়া ৷ ছলনাময়ী তুমি বিশ্বাসঘাতকীনি নির্দয় তোমার অন্তর ৷ আমায় কথা দিয়ে অন্যজনকে নিয়ে করছো সুখের সংসার ৷ এ, আর (আকাশ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।