আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার হাসি

কবিতা মনের কথা বলে।

হাঁস গুলো জলের উপর ভাসছে বিলের জলে শাপলা ফুটছে, পাল তুলে মাঝি নৌকায় হাল ধরছে, দুর পাল্লা থেকে ভেসে আসছে উদাসী বাশীর সুর। কদমের রেনু ঝরছে অবিরাম, জানিনা প্রিয়া,কোথায় আছ তুমি? আদুরে ভাসছে কাশঁবন,যেন প্রিয়ার হাঁসি হৃদয়ে বাঁজছে ভালবাসার রৃপকথার স্বপ্ন, মন ছুটে চলে ভরা নদীর বাঁকে! মৃদ মধুর সমিরনে জাগায় পুলক, কোথায় গেলে পাবো আমার প্রিয়ার হাসি? জল পবনের জলকেলি দেখে,প্রিয়ার কৌতুহল আর রঙিন কল্পনায় হৃদয় ছোঁয়ার কথা মনে পরে। আমি ছুঁতে চাই তাঁকে ! সে যে আড়াল করে দুরে চলে যায়। কান্নায় বুক ভারী হয়ে আসে,আমি নির্বাক তাকিয়ে থাকি- কখন পাবো তাঁকে?আমার প্রিয়ার হাসি দেখতে, মন যে পাগলা ঘোড়ার মত ছুটছে, দেখতে প্রিয়ার হাসি। অরুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।