আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার বন্দনা

পরে বলি

বর্ষার গান শেষ হয়েছে আগেই নীরব দুপুরে ডাকছে বিরহী ঘুঘু , শরতের কাশ ফুল পায়ে জড়িয়ে প্রিয়ার আগমন, আমার নিমগ্ন মনে শুধুই ঘুঙুর বাজে , প্রিয়ার দর্শনের প্রতিক্ষায় ক্ষয়ে যায় চোখ চলে যায় সুদুর কোন সবুজ দিগন্তে। প্রিয় মোর তুমি যেন শ্যারনের গোলাপ, ভেজা পাহাড়ের ঢালে ফুটে থাকা লিলি ফুল, তোমার গালের দুপাশ দিয়ে ঝুলছে কানের দুল তোমার গাল তাতে আরো সুন্দর লাগছে, গলায় নীল রঙের হার তোমায় মানিয়েছে বেশ তুমি যেন বুকের মাঝে রাখা ইরানী আতর। প্রিয় মোর তুমি যেন এক গোছা মেহেদী ফুল, তোমার ঠোট যেন লাল টুকটুক চেরী কি সুন্দর তোমার মুখ ...... ঘোমটা ঢাকা কপাল তোমার যেন আধখানা ডালিম, তোমার ভালবাসা আমায় কতই না আনন্দ দেয় প্রিয় তোমার কাপড়ের গন্ধ দারচিনি বনের মত, শিশিরে ভেজা তোমার ঠোট দুটি, তোমার জিভের তলায় রয়েছে মধুয় নহর। প্রিয় মোর তুমি যেন পথরূদ্ধ এক ঝর্না, যেন সুন্দর আনারের বাগান যেখানে আছে সুগন্ধি যত মসলার গাছ, তুমি যেন উপচে পরা কুয়ো থেকে নামা স্রোত। উত্তরে হাওয়ায় এলে তুমি, জাগালে দখিনা বাতাস গত রাতের কুয়াশায় ভিজেছে তোমার চুল, গভীর রাতে কড়া নাড়ার শব্দে দুয়ার খুলে রাখি তুমি আসবে বলে শিশিরে মাথা ভেজাই। চাদের মত স্নিগ্ধ তোমার রূপ তার নিশ্বাসে পাকা আপেলের গন্ধ, তার চোখ যেন টলটলে পুকুরের জল, চকচকে সিল্কের মতো মোলায়েম তার চুল - আর সেই চুলের খোপায় বন্ধি হলো কবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।