আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার চেয়ে মশা আপন

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

ছন্দছাড়া ছন্দাবলী তুলে ধরি সামুর পাতায় - নেইকো কালি নেইকো কলম লিখবো না আর সাদা খাতায়। আজগুবি সব মনের কথা ইচ্ছে মতো ফুটিয়ে তুলি, ইচ্ছে হলেই চিমটি দিয়ে ভেঙ্গে ফেলি মাথার খুলি। ব্লগের যতো ব্লগার আছেন বুদ্ধু, আঁতেল, সাধারন; ইচ্ছে যা হয় লিখে ফেলুন যেটা চাহে আপন মন। চাইলে মনে ইঁয়ে করে বিয়ে করে বাড়ী যান , কাঁচা লঙ্কায় নিমুক দিয়ে মহেশখালীর পান খান। ভালোবাসার কথাতে আর কান দিওনা সুধী জন, প্রিয়ার চেয়ে মশা আপন চুমু খায় অনেক ক্ষন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।