আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার চুম্বন - তুমি পশুর কামড় হয়ে খুবড়ে খাও আমায়।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

হৎপিণ্ড - ০২ ভালবাসা - জবাই হও শিকাগোতে, পিষ্ট হও কামারের হাতুড়ির নিচে, প্রিয়ার চুম্বন - তুমি পশুর কামড় হয়ে খুবড়ে খাও আমায়, এ দাবানলে তোমার উষ্ণতা মূল্যহীন, শুষ্ক হও, আগুনে ঝলসানো দিগম্বরী হও। মানবিক অভাবের উর্ধ্বমুখী নকশা সময়ের সমানুপাতিক। গোলাপ, কাঁটাগুলি মেলে ধরো - সৌরভে বড় ব্যথা, চাঁদ - নিভে যাও, না হয় মধ্যাহ্নের মার্তণ্ড হও, আগুন ঝরুক আমাদের স্বর্গে, গোধূলী - তোমার লগন রক্তে ভাসুক, দু-চোখে শুধুই অমাবশ্যা। কাক,শকুন কেড়ে নিয়েছে কোকিল ডাকা ভোর । শিশুর হাসি - ফাঁসি পর গলায়, ও গর্ভধারিণী - খালাস করে ফেলে দাও ওটাকে, মায়ের আদর কাফনে মুড়ে কফিনে ঢোকে, তোমার আমার ব্যবধান বাড়ে এবং বাড়ে। ও মানুষ কি হবে কেঁদে! তোমার আঁখিজলের দাম কে দেবে? এ যুগের শুষ্কতা, আর্তের জ্বালা ধর্ষন আর খুন নির্ভেজাল বিনোদন, প্রার্থনা মদের বোতলে ডুবে গেল, মানুষের মুখগুলি আমাজনের গহিনে বাস করে, মাংসাশী পশুর রাজত্বে পৃথিবী। টলমলে দু'টি চোখ এখনো স্বপ্ন দেখে-- কেঁদে কেঁদে। ২১/০২/২০০৭ ইং খুলনা বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।