আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয়ার কথা মনে হলে অন্তর ফেঁটে যায়

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমার প্রিয়ার কথা মনে হলে অন্তর ফেঁটে যায় মরার আগে একবার শুধু তারে দেখতে মনে চায় বুকের মাঝে শত স্মৃতি শুধুই কেঁদে মরে জ্বলে যেন তুশের আগুন কলিজার ভেতরে মরার আগে মরে গেছি প্রিয়ার বেদনায় আমার মত দুঃখী মানুষ নাইরে দুনিয়ায়।। সাথী হারা হয়ে আমি পুড়ে মরি একা সেই যে গেলে প্রানের প্রিয়া আর দিলে না দেখা।। জীবন আমার হয়েছে আজ বনের পাখির মত যত প্রেমে তত জ্বালা সইবো আমি কত চোখের জলে ভেসে গেছে মনের যত আশা সঙ্গী হয়ে আছে শুধু দুঃখের ভালবাসা ঝড়ে যাওয়া ফুলের মত আমি ছন্নছাড়া দুই নয়নে ঝড়ে শুধু অশ্রূ নদীর ধারা ইত তোমারী ভালবাসা মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।