বর্জ্যের গন্ধ এসে লাগছে? বাতাসের জোর আজ একটু বেশিই এই সময়ে নিজেদের সীমাবদ্ধতার কথা বলতে শিখুন ময়লা উপচে পড়ছে বর্জ্যের গন্ধ কোনো পারফিউমের সুগন্ধও থামাতে পারে না যদিও কিছু কিছু মানুষ নিজের আঙিনায় বর্জ্য রেখে অযথা অন্যের বর্জ্যের গন্ধ খুঁজে বেড়ান গন্ধ খোঁজারও কিছু কিছু ম্যানিয়াক ধরণের রোগ আছে যারা কখনো এমনকি নিজের ঘামের গন্ধও পান না বর্জ্যেরও না- কিছু কিছু বর্জ্যের গন্ধ প্লাবনের মতো দিকবিদিক কিছু গন্ধ সন্দেহবাতিক, কিছু গন্ধ রাজনৈতিক খামাকাই তাড়িয়ে বেড়ায় নগ্ন,ভ্রষ্ট করে দেয় ছাদনাতলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।